Ajker Patrika

ট্রাম্পের হাতে কালশিটে, এক পা ফোলা, শিরার রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৪: ৪৬
ট্রাম্পের হাতে কালশিটে নিয়ে জল্পনা। ছবি: সংগৃহীত
ট্রাম্পের হাতে কালশিটে নিয়ে জল্পনা। ছবি: সংগৃহীত

পায়ে ফোলাভাব এবং ডান হাতে কালশিটে পড়ার ছবি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, উভয় সমস্যাই ‘সাধারণ’, গুরুতর কিছু নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে ট্রাম্পের চিকিৎসকের একটি চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্টের পায়ের ফোলা একটি ‘সাধারণ’ শিরাজনিত সমস্যা এবং হাতে কালশিটে পড়েছে ঘন ঘন হ্যান্ডশেক করার কারণে।

৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের গুরুতর অসুস্থতার গুজব ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই গুজব প্রশমিত করার চেষ্টা হিসেবেই হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হলো।

লেভিটের ব্রিফিংয়ের পর হোয়াইট হাউস ট্রাম্পের চিকিৎসক, ইউএস নেভি অফিসার শন বারবারবেলার একটি চিঠি প্রকাশ করে। চিঠিতে বলা হয়, ট্রাম্প এই সমস্যাগুলো নিয়ে একাধিক পরীক্ষা করিয়েছেন।

বারবারবেলা জানান, প্রেসিডেন্টের পায়ে আলট্রাসাউন্ড পরীক্ষায় ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ ধরা পড়েছে, এটি একটি সাধারণ এবং নিরীহ অবস্থা। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে যে, ট্রাম্পের ডিপ ভেইন থ্রম্বোসিস বা ধমনি রোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্বাস্থ্য পরীক্ষায় হার্ট ফেইলিউর, কিডনি সমস্যা বা কোনো সিস্টেমিক অসুস্থতার লক্ষণও পাওয়া যায়নি বলে বারবারবেলা উল্লেখ করেন।

লেভিট সাংবাদিকদের জানান, এই অবস্থার কারণে ট্রাম্প কোনো অস্বস্তি বোধ করছেন না।

বারবারবেলা আরও বলেন, ট্রাম্পের ডান হাতের পেছনে কালশিটে পড়েছে। ঘন ঘন হ্যান্ডশেক এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে নরম টিস্যুতে সামান্য সমস্যা হয়েছে বলে জানান বারবারবেলা। তিনি জোর দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার!’

কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারির প্রধান চিকিৎসক কুয়ামে আমানকুয়াহ জানান, ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি সাধারণত পায়ের নিচের অংশে হয়। এই সমস্যা হলে শিরাগুলো পা থেকে হৃৎপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সমস্যা করে। এর চিকিৎসায় সাধারণত কম্প্রেশন স্টকিংস এবং পা উঁচু করে রাখার পরামর্শ দেওয়া হয়।

এনওয়াইইউ ল্যাংগোন হেলথের আউটপেশেন্ট ভাসকুলার ইন্টারভেনশনসের পরিচালক টড বারল্যান্ড বলেন, ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি মানুষের আয়ুর ওপর সামগ্রিক কোনো প্রভাব ফেলে না। এটি জীবনমানের সমস্যা, আয়ুর পরিমাণের সমস্যা নয়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ওয়াশিংটনের শহরতলিতে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ট্রাম্পের ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় বলা হয়েছিল, ট্রাম্পের হৃৎস্পন্দন স্বাভাবিক, তাঁর বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত