অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের সুইমিংপুলে গিয়ে পড়েন। এ দুর্ঘটনায় পুলের পাশে থাকা এক নারীও সামান্য আহত হয়েছেন।
ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরএআই জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। শহরের মেয়র সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘ফেলিক্স ছিলেন সাহসের প্রতীক। তাঁর মৃত্যু আমাদের গভীরভাবে আঘাত করেছে।’
ফেলিক্স বিশ্বখ্যাত হয়ে ওঠেন ২০১২ সালে। সেই বছর তিনি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৪ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে স্কাইডাইভ করেন। ‘রেড বুল স্ট্র্যাটোস’ নামের এই প্রকল্পে তিনি একটি চাপযুক্ত ক্যাপসুল থেকে ঝাঁপ দেন এবং পৃথিবীতে ধেয়ে আসার পথে ঘণ্টায় ৮৪০ মাইল গতিবেগে পৌঁছান। এটি ছিল শব্দের গতির চেয়েও বেশি।
এই রেকর্ড গড়ার পেছনে ছিল ফেলিক্সের ছয় বছরের দীর্ঘ প্রস্তুতি। তাঁকে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে দেওয়ার জন্য নির্মিত হয়েছিল ৩৩টি ফুটবল মাঠের সমান আকারের একটি হিলিয়াম বেলুন। তাঁর জন্য এমন একটি স্যুট তৈরি করা হয়েছিল, যা ‘মাইনাস ৭২’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারত। ফেলিক্স বলেছিলেন, এই স্যুটে থাকাটা ভীষণ অস্বস্তিকর—চোখ-মুখ ঢাকা। নিশ্বাস নিতে হয় যেন বালিশের ভেতর দিয়ে। বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
সেই ঐতিহাসিক স্কাইডাইভের পৃষ্ঠপোষক ছিল ‘রেড বুল’। ফেলিক্সের মৃত্যুর খবরে তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্তব্ধ ও শোকাহত। ফেলিক্স আক্ষরিক অর্থেই আকাশের সন্তান ছিলেন। নির্ভীক, পেশাদার ও নিখুঁত পরিকল্পনাকারী এবং উদার মনের মানুষ ছিলেন তিনি। তাঁর কাজ ও মানসিকতা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।’
ফেলিক্স মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ও রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির মতো স্থাপনা থেকেও বেস জাম্প করে খ্যাতি অর্জন করেছিলেন।
বিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের সুইমিংপুলে গিয়ে পড়েন। এ দুর্ঘটনায় পুলের পাশে থাকা এক নারীও সামান্য আহত হয়েছেন।
ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরএআই জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। শহরের মেয়র সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘ফেলিক্স ছিলেন সাহসের প্রতীক। তাঁর মৃত্যু আমাদের গভীরভাবে আঘাত করেছে।’
ফেলিক্স বিশ্বখ্যাত হয়ে ওঠেন ২০১২ সালে। সেই বছর তিনি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৪ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে স্কাইডাইভ করেন। ‘রেড বুল স্ট্র্যাটোস’ নামের এই প্রকল্পে তিনি একটি চাপযুক্ত ক্যাপসুল থেকে ঝাঁপ দেন এবং পৃথিবীতে ধেয়ে আসার পথে ঘণ্টায় ৮৪০ মাইল গতিবেগে পৌঁছান। এটি ছিল শব্দের গতির চেয়েও বেশি।
এই রেকর্ড গড়ার পেছনে ছিল ফেলিক্সের ছয় বছরের দীর্ঘ প্রস্তুতি। তাঁকে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে দেওয়ার জন্য নির্মিত হয়েছিল ৩৩টি ফুটবল মাঠের সমান আকারের একটি হিলিয়াম বেলুন। তাঁর জন্য এমন একটি স্যুট তৈরি করা হয়েছিল, যা ‘মাইনাস ৭২’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারত। ফেলিক্স বলেছিলেন, এই স্যুটে থাকাটা ভীষণ অস্বস্তিকর—চোখ-মুখ ঢাকা। নিশ্বাস নিতে হয় যেন বালিশের ভেতর দিয়ে। বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
সেই ঐতিহাসিক স্কাইডাইভের পৃষ্ঠপোষক ছিল ‘রেড বুল’। ফেলিক্সের মৃত্যুর খবরে তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্তব্ধ ও শোকাহত। ফেলিক্স আক্ষরিক অর্থেই আকাশের সন্তান ছিলেন। নির্ভীক, পেশাদার ও নিখুঁত পরিকল্পনাকারী এবং উদার মনের মানুষ ছিলেন তিনি। তাঁর কাজ ও মানসিকতা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।’
ফেলিক্স মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ও রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির মতো স্থাপনা থেকেও বেস জাম্প করে খ্যাতি অর্জন করেছিলেন।
সম্প্রতি চালু হওয়া নতুন সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। ‘ওনসান কালমা’ নামে ১ জুলাই চালু হওয়া ওই উপকূলীয় পর্যটনকেন্দ্রটি দেশটির নেতা কিম জং উনের পর্যটনশিল্প বিকাশের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল।
৪০ মিনিট আগেএপস্টেইনের জন্মদিন উপলক্ষে তাঁর সাবেক সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েল এটি তৈরি করেছিলেন। চিঠিটিতে ট্রাম্পের নামসহ টাইপরাইটারে লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে চিঠিটি বাঁধাই করা ছিল। ওই নারীর স্তন, যৌনাঙ্গসহ স্পর্শকাতর অংশে ‘ডোনাল্ড’ স্বাক্ষরও ছিল।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বিদেশি কর্মী ও পর্যটকদের আকৃষ্ট করে স্থবির অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করে আসছে জাপান। তবে সম্প্রতি দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে—এমন ধারণা জন্মেছে জনমনে। এই ধারণা একধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেইউক্রেন সরকার ও সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্রেভ ওয়ান দল এক বিবৃতিতে জানিয়েছে, ‘লক্ষ্যবস্তু যত বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও বড় মাপের হয়, প্রতিটি ইউনিট তত বেশি পয়েন্ট পায়। যেমন শত্রুপক্ষের রকেট লঞ্চার ধ্বংস করলে মেলে ৫০ পয়েন্ট, ট্যাংক ধ্বংসে ৪০ পয়েন্ট আর ট্যাংক আংশিক
৪ ঘণ্টা আগে