Ajker Patrika

আলোচিত নতুন সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশিদের নিষিদ্ধ করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২১: ১৬
চার কিলোমিটার দীর্ঘ উপকূলজুড়ে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক নির্মাণ করে পর্যটনকেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। ছবি: বিবিসি
চার কিলোমিটার দীর্ঘ উপকূলজুড়ে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক নির্মাণ করে পর্যটনকেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। ছবি: বিবিসি

সম্প্রতি চালু হওয়া নতুন সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। ‘ওনসান কালমা’ নামে ১ জুলাই চালু হওয়া ওই উপকূলীয় পর্যটনকেন্দ্রটি দেশটির নেতা কিম জং উনের পর্যটনশিল্প বিকাশের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল।

আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, রিসোর্ট চালুর আগে এটিকে স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রচার করা হয়। কিন্তু চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার পর্যটনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে বিদেশিদের প্রবেশ ‘অস্থায়ীভাবে’ বন্ধ থাকবে।

গত সপ্তাহেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ওনসান শহরে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে ওই রিসোর্টে প্রথমবারের মতো রুশ পর্যটকদেরও আগমন ঘটে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অবকাশকেন্দ্রটিকে ‘চমৎকার পর্যটন আকর্ষণ’ বলে অভিহিত করেন লাভরভ এবং রুশ পর্যটকদের মধ্যে এর জনপ্রিয়তা কামনা করেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষদিকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি বিমান চালু হওয়ারও কথা রয়েছে। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এনকে নিউজকে এক রুশ পর্যটন গাইড জানান, আসন্ন মাসগুলোতে তাঁরা ওই রিসোর্টে একাধিক সফরের পরিকল্পনা করেছিলেন।

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের শহর ওনসান দেশটির অন্যতম ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সমুদ্রবন্দর অঞ্চলের জন্য পরিচিত। এখানেই কিম জং উন তাঁর শৈশবের একটি বড় সময় কাটিয়েছেন। দেশের অভিজাতদের অবকাশযাপন ভিলাগুলো এখানেই অবস্থিত।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ওনসান শহরের চার কিলোমিটার দীর্ঘ উপকূলজুড়ে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক নির্মাণ করে পর্যটনকেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এতে প্রায় ২০ হাজার পর্যটক একসঙ্গে থাকতে পারবেন।

তবে ২০১৮ সালে নির্মাণকাজ শুরুর পর থেকে মানবাধিকার সংগঠনগুলো শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ ও জোরপূর্বক খাটানোর অভিযোগ তুলে প্রতিবাদ করে আসছে। অভিযোগ রয়েছে শ্রমিকদের দীর্ঘ সময় ধরে কঠোর পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং যথাযথ পারিশ্রমিক দেওয়া হয়নি।

গত ২৪ জুন রিসোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন ও তাঁর পরিবার ছাড়াও রুশ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামারির সময় দীর্ঘ পর্যটন নিষেধাজ্ঞার পর গত বছর রুশ নাগরিকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল উত্তর কোরিয়া। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর পর্যটকদের জন্যও সীমিতভাবে পর্যটন চালু করে পিয়ংইয়ং। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আবারও কোনো ব্যাখ্যা না দিয়ে তারা ওই দেশগুলোর পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত