অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা জানান, ট্রাম্পের ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন; বিশেষ করে, যেভাবে সেটি জানানো হয়েছে।
ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা এক চিঠিতে জানান, আগামী ১ আগস্ট থেকে ব্রাজিলের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। সেই চিঠিতে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান মামলাকে ‘উইচ হান্ট’ বলে মন্তব্য করেন এবং তা বন্ধের আহ্বান জানান।
এ বিষয়ে লুলা বলেন, ‘আমি যখন চিঠিটি পড়ি, মনে হয়েছিল, এটি ভুয়া খবর। এটা কোনো কূটনৈতিক রীতিনীতি মেনে হয়নি, বরং দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের সব ধরনের প্রটোকল ভেঙে দেওয়া হয়েছে।’
লুলা বলেন, ‘আমরা চাই না, প্রেসিডেন্ট ট্রাম্প ভুলে যাবেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট—তিনি পৃথিবীর বাদশাহ নন।’
লুলা আরও বলেন, ‘ব্রাজিল তার জনগণের স্বার্থরক্ষায় নিজের মতো করেই জবাব দেবে। আমরা ইতিমধ্যে সম্ভাব্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টা ব্যবস্থা নেওয়া হলে শুল্কের হার আরও বাড়ানো হতে পারে।’
তবে লুলা আলোচনার দরজাও খোলা রেখেছেন। তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান আলোচনাকে গুরুত্ব দেন, তবে আমি আলোচনায় বসতে প্রস্তুত।’
ট্রাম্প সম্প্রতি দাবি করেন, গত ১৫ বছরে ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ৪১০ বিলিয়ন ডলার ঘাটতি হয়েছে এবং ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্যনীতি’ নিয়ে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে। ট্রাম্প ব্রিকস জোটের দেশগুলোর ওপরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং অভিযোগ করেছেন, এই জোট ‘বিশ্ব মুদ্রা হিসেবে ডলার ধ্বংসে’ কাজ করছে।
এ ছাড়া তিনি হুমকি দিয়েছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, যদি ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে শেষ না হয়।
এই মুহূর্তে ট্রাম্পঘোষিত ৫০ শতাংশ শুল্কই ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ হার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা জানান, ট্রাম্পের ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন; বিশেষ করে, যেভাবে সেটি জানানো হয়েছে।
ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা এক চিঠিতে জানান, আগামী ১ আগস্ট থেকে ব্রাজিলের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। সেই চিঠিতে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান মামলাকে ‘উইচ হান্ট’ বলে মন্তব্য করেন এবং তা বন্ধের আহ্বান জানান।
এ বিষয়ে লুলা বলেন, ‘আমি যখন চিঠিটি পড়ি, মনে হয়েছিল, এটি ভুয়া খবর। এটা কোনো কূটনৈতিক রীতিনীতি মেনে হয়নি, বরং দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের সব ধরনের প্রটোকল ভেঙে দেওয়া হয়েছে।’
লুলা বলেন, ‘আমরা চাই না, প্রেসিডেন্ট ট্রাম্প ভুলে যাবেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট—তিনি পৃথিবীর বাদশাহ নন।’
লুলা আরও বলেন, ‘ব্রাজিল তার জনগণের স্বার্থরক্ষায় নিজের মতো করেই জবাব দেবে। আমরা ইতিমধ্যে সম্ভাব্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টা ব্যবস্থা নেওয়া হলে শুল্কের হার আরও বাড়ানো হতে পারে।’
তবে লুলা আলোচনার দরজাও খোলা রেখেছেন। তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান আলোচনাকে গুরুত্ব দেন, তবে আমি আলোচনায় বসতে প্রস্তুত।’
ট্রাম্প সম্প্রতি দাবি করেন, গত ১৫ বছরে ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ৪১০ বিলিয়ন ডলার ঘাটতি হয়েছে এবং ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্যনীতি’ নিয়ে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে। ট্রাম্প ব্রিকস জোটের দেশগুলোর ওপরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং অভিযোগ করেছেন, এই জোট ‘বিশ্ব মুদ্রা হিসেবে ডলার ধ্বংসে’ কাজ করছে।
এ ছাড়া তিনি হুমকি দিয়েছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, যদি ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে শেষ না হয়।
এই মুহূর্তে ট্রাম্পঘোষিত ৫০ শতাংশ শুল্কই ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ হার।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
১ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৩ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেদুর্ঘটনার সময় বোয়িং-৭৮৭ ফ্লাইটটির নিয়ন্ত্রণে ছিলেন ফার্স্ট অফিসার। ককপিট রেকর্ডিংয়ে তাঁকে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে শোনা যায়, কেন তিনি জ্বালানির সুইচ এমন অবস্থানে সরিয়ে দিয়েছেন, যাতে ইঞ্জিনে জ্বালানি না পৌঁছায়। এরপর তিনি অনুরোধ করেন, জ্বালানি সুইচ যেন পুনরায় চালু করা হয়।
৬ ঘণ্টা আগে