নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হিট শেষ হয়েছে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে। হিটের দেড় ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও জহির রায়হানের হিটের ফল জানাতে গিয়ে গলদঘর্ম বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দলনেতা হয়ে গেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও টিম অফিশিয়াল হিসেবে কোষাধ্যক্ষ জামাল হোসেন। ফেডারেশনের দুই কর্মকর্তা তেহরানে থাকার পরও যখন ফল জানা যাচ্ছিল না তখন শরণাপন্ন হতে হলো ইমরানুর রহমানের। ইমরানুরের বরাতে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী আবু তালহা নিশ্চিত করেছেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোরের ফাইনালে উঠেছেন জহির।
গত বছর কাজাখস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। এশিয়ান ইনডোরে সেটাই ছিল বাংলাদেশি প্রথম কোনো অ্যাথলেটের ফাইনালে খেলা। আজ ৪০০ মিটার দৌড়ে নিজের হিটে সেরা হয়ে ইমরানের পাশে বসেছেন জহির।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ২ নাম্বার লেনে সেরা হোন জহির। বাংলাদেশি স্প্রিন্টার সময় নিয়েছেন ৪৮.৮৪ সেকেন্ড সময়। বাকি তিন লেনের কোনো স্প্রিন্টারই জহিরের চেয়ে বেশি টাইমিং করতে পারেননি। ইরানেরই স্প্রিন্টার আরাশ সায়ারি জহিরের সমান সময় নিয়ে নিজের লেনে প্রথম হয়েছেন। আবু তালহা জানালেন, চার লেনের সেরা দুজন করে স্প্রিন্টার আগামীকাল ফাইনালে খেলবেন। সেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে।
তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হিট শেষ হয়েছে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে। হিটের দেড় ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও জহির রায়হানের হিটের ফল জানাতে গিয়ে গলদঘর্ম বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দলনেতা হয়ে গেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও টিম অফিশিয়াল হিসেবে কোষাধ্যক্ষ জামাল হোসেন। ফেডারেশনের দুই কর্মকর্তা তেহরানে থাকার পরও যখন ফল জানা যাচ্ছিল না তখন শরণাপন্ন হতে হলো ইমরানুর রহমানের। ইমরানুরের বরাতে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী আবু তালহা নিশ্চিত করেছেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোরের ফাইনালে উঠেছেন জহির।
গত বছর কাজাখস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। এশিয়ান ইনডোরে সেটাই ছিল বাংলাদেশি প্রথম কোনো অ্যাথলেটের ফাইনালে খেলা। আজ ৪০০ মিটার দৌড়ে নিজের হিটে সেরা হয়ে ইমরানের পাশে বসেছেন জহির।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ২ নাম্বার লেনে সেরা হোন জহির। বাংলাদেশি স্প্রিন্টার সময় নিয়েছেন ৪৮.৮৪ সেকেন্ড সময়। বাকি তিন লেনের কোনো স্প্রিন্টারই জহিরের চেয়ে বেশি টাইমিং করতে পারেননি। ইরানেরই স্প্রিন্টার আরাশ সায়ারি জহিরের সমান সময় নিয়ে নিজের লেনে প্রথম হয়েছেন। আবু তালহা জানালেন, চার লেনের সেরা দুজন করে স্প্রিন্টার আগামীকাল ফাইনালে খেলবেন। সেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে।
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে