উগান্ডান অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাতের মৃতদেহ মিলল কেনিয়ায়। গতকাল রোববার খবরটি নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ছুরিকাঘাত।
৩৪ বছর বয়সী কিপলাগাতের জন্ম কেনিয়ায়। তবে তিনি আন্তর্জাতিকভাবে ৩ হাজার মিটার স্টিপলচেজে প্রতিনিধিত্ব করেন উগান্ডার। আফ্রিকান দেশটির হয়ে তিনি বেশ কয়েকটি অলিম্পিক গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলেছেন।
গত শনিবার রাতে কেনিয়ার এলদোরেতের শহর রিফ্ট ভ্যালিতে একটি গাড়িতে মেলে কিপলাগাতের মৃতদেহ। এ জায়গাটিতে অনেক অ্যাথলেটের বাসস্থান, যাঁরা এ উচ্চ এলাকায় প্রশিক্ষণও দিয়ে থাকেন।
স্থানীয় পুলিশ কমান্ডার স্টেফেন ওকাল এলদোরেতের স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং কর্মকর্তারা একটি লিড অনুসরণ করছেন।’ তিনি আরও জানিয়েছেন, কিপলাগাতাদের শরীরের ঘাড়ে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। বোঝা যায়, ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
উগান্ডার গণমাধ্যম ডেইলি মনিটর এবং কেনিয়ার বিভিন্ন মিডিয়া আউটলেট জানিয়েছে, কিপলাগাতের মৃত্যু ছুরিকাঘাতে হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ব অ্যাথলেটিকস গভর্নিং বডি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘বেঞ্জামিন কিপলাগাতের চলে যাওয়ার খবর শুনে বিশ্ব অ্যাথলেটিকস শোকাহত। তাঁর বন্ধু, পরিবার, ও সতীর্থদের প্রতি আমাদের গভীর সমবেদনা। কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।’ কিপলাগাতের মৃত্যুতে এক্স-এ একইরকম বিবৃতি দিয়েছেন উগান্ডার ক্রীড়া প্রতিমন্ত্রী পিটার ওগওয়াং।
দৌড়বিদ হিসেবে ১৮ বছরের ক্যারিয়ারে কিপলাগাত ৩ হাজার মিটার স্টিপলচেজে রৌপ্যপদক জিতেছেন ২০০৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে এবং ২০১২ সালে আফ্রিকা চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। ২০১২ লন্ডন অলিম্পিক ও ২০১৬ রিও অলিম্পিকে এই ইভেন্টে সেমিফাইনালে ওঠেন তিনি।
২০২১ সালে অক্টোবরে এলেদারেতের এই অনুশীলনের জায়গার কাছাকাছি নিজ বাড়ি ইটেনে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা কিপলাগাতের সতীর্থ অ্যাগেনস টিরপের লাশ উদ্ধার করা হয়েছিল। ২৫ বছর বয়সী এই তারকা দৌড়বিদ হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।
উগান্ডান অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাতের মৃতদেহ মিলল কেনিয়ায়। গতকাল রোববার খবরটি নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ছুরিকাঘাত।
৩৪ বছর বয়সী কিপলাগাতের জন্ম কেনিয়ায়। তবে তিনি আন্তর্জাতিকভাবে ৩ হাজার মিটার স্টিপলচেজে প্রতিনিধিত্ব করেন উগান্ডার। আফ্রিকান দেশটির হয়ে তিনি বেশ কয়েকটি অলিম্পিক গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলেছেন।
গত শনিবার রাতে কেনিয়ার এলদোরেতের শহর রিফ্ট ভ্যালিতে একটি গাড়িতে মেলে কিপলাগাতের মৃতদেহ। এ জায়গাটিতে অনেক অ্যাথলেটের বাসস্থান, যাঁরা এ উচ্চ এলাকায় প্রশিক্ষণও দিয়ে থাকেন।
স্থানীয় পুলিশ কমান্ডার স্টেফেন ওকাল এলদোরেতের স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং কর্মকর্তারা একটি লিড অনুসরণ করছেন।’ তিনি আরও জানিয়েছেন, কিপলাগাতাদের শরীরের ঘাড়ে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। বোঝা যায়, ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
উগান্ডার গণমাধ্যম ডেইলি মনিটর এবং কেনিয়ার বিভিন্ন মিডিয়া আউটলেট জানিয়েছে, কিপলাগাতের মৃত্যু ছুরিকাঘাতে হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ব অ্যাথলেটিকস গভর্নিং বডি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘বেঞ্জামিন কিপলাগাতের চলে যাওয়ার খবর শুনে বিশ্ব অ্যাথলেটিকস শোকাহত। তাঁর বন্ধু, পরিবার, ও সতীর্থদের প্রতি আমাদের গভীর সমবেদনা। কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।’ কিপলাগাতের মৃত্যুতে এক্স-এ একইরকম বিবৃতি দিয়েছেন উগান্ডার ক্রীড়া প্রতিমন্ত্রী পিটার ওগওয়াং।
দৌড়বিদ হিসেবে ১৮ বছরের ক্যারিয়ারে কিপলাগাত ৩ হাজার মিটার স্টিপলচেজে রৌপ্যপদক জিতেছেন ২০০৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে এবং ২০১২ সালে আফ্রিকা চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। ২০১২ লন্ডন অলিম্পিক ও ২০১৬ রিও অলিম্পিকে এই ইভেন্টে সেমিফাইনালে ওঠেন তিনি।
২০২১ সালে অক্টোবরে এলেদারেতের এই অনুশীলনের জায়গার কাছাকাছি নিজ বাড়ি ইটেনে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা কিপলাগাতের সতীর্থ অ্যাগেনস টিরপের লাশ উদ্ধার করা হয়েছিল। ২৫ বছর বয়সী এই তারকা দৌড়বিদ হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে