Ajker Patrika

টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩: ০৫
টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস 

টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করেছে এক গিটহাব ব্যবহারকারী। এর সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সোর্স কোডটি মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট গিটহাবে প্রকাশ করা হয়। তবে গিটহাব জানিয়েছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধের ভিত্তিতে গত শুক্রবার (২৪ মার্চ) সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে টুইটারের অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার জেলা আদালত গিটহাবকে সোর্স কোড প্রকাশ করা আইডির তথ্য চেয়ে নোটিশ দিয়েছে। যদিও গিটহাব এ ধরনের তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি সোর্স কোড কতক্ষণ পর্যন্ত উন্মুক্ত ছিল, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

এদিকে কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর জন্য তিনি টুইটারের দাম নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি ডলার। টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। গতকাল শনিবার (২৫ মার্চ) কর্মীদের কাছে ই–মেইল পাঠিয়ে তিনি এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের নতুন এ মূল্যমান সবাইকে অবাক করেছে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এর দ্বিগুণের বেশি দামে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। টুইটারের নতুন মূল্যমান মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে রয়টার্সের দেওয়া ই-মেইলের কোনো উত্তর দেয়নি মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত