প্রযুক্তি ডেস্ক
এআইয়ের দ্রুত অগ্রগতি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। গুগল ও ওপেনএআই দুই প্রতিষ্ঠানই এআই নিয়ে বিস্তর কাজ করলেও প্রতিষ্ঠান দুটিরই সিইও এখন এআইয়ের অনিয়ন্ত্রিত উন্নয়ন রোধ করতে সরকারকে অনুরোধ করছে।
ফরচুনের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এআই-এর উন্নত উন্নয়নের ঝুঁকি কমাতে রাষ্ট্র পরিচালকদের উচিত একসঙ্গে কাজ করা।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একটি ব্লগপোস্টে লিখেছেন, ‘আমাদের নাটকীয়ভাবে আরও সমৃদ্ধ ভবিষ্যৎ থাকতে পারে; তবে সেখানে যাওয়ার জন্য আমাদের ঝুঁকি কমিয়ে আনতে হবে।’
তবে এআইয়ের তত্ত্বাবধান আহ্বান করা ব্যক্তি তিনি একা নন। অ্যালফাবেট ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও সরকারকে এআই নিয়ন্ত্রণে আরও জড়িত হওয়ার প্রস্তাব করেন।
গত সোমবার ফিন্যান্সিয়াল টাইমস-এ পিচাই লেখেন, ‘এআই এমনভাবে নিয়ন্ত্রিত হওয়া দরকার যাতে উদ্ভাবন ও সম্ভাব্য ক্ষতির ভারসাম্য বজায় থাকে। আমি এখনো বিশ্বাস করি এআই খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ।"
পিচাই পরামর্শ দেন, এআই-এর নিরাপত্তা নিশ্চিত করে এমন নীতি তৈরি করার সময় সরকার, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জনসাধারণ সকলেই আলোচনার অংশ হবেন। তিনি আরও বলেন, দেশগুলোকে শক্তিশালী নিয়ম তৈরি করতে একসঙ্গে কাজ করা উচিত।
পিচাই দেশগুলোর সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ভবিষ্যৎ এআই নিয়ন্ত্রণের প্রচেষ্টায় একে অপরকে সহযোগিতারও আহ্বান জানান তিনি।
একই কথা বলেছেন অল্টম্যানও। নিজের ব্লগপোস্টে তিনি এআইয়ের নিরাপদ উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও দেশের মধ্যে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তা প্রকাশ করেছে। সবার একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী প্রধান সরকারগুলোর নেতৃত্বে একটি প্রকল্প প্রতিষ্ঠা করা যেতে পারে, যা এআই সম্পর্কিত উদ্যোগগুলোকে অন্তর্ভুক্ত করবে।
তার বিকল্প প্রস্তাবটি হলো, জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) অনুরূপ একটি উচ্চ-স্তরের শাসন সংস্থা তৈরি করা। যা এআইয়ের উন্নয়ন তত্ত্বাবধান করবে। মূলত সুপার ইন্টেলিজেন্স প্রচেষ্টার তদারকির জন্য একটি আইএইএ-এর মতো আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন তিনি। এই কর্তৃপক্ষ এআই সিস্টেমগুলো পরিদর্শন, অডিট পরিচালনা, নিরাপত্তা মানগুলোর সঙ্গে সম্মতি পরীক্ষা এবং উল্লেখযোগ্য প্রকল্পগুলোর জন্য স্থাপনা ও নিরাপত্তা স্তরের ওপর বিধিনিষেধ আরোপের জন্য দায়ী থাকবে।’
সিইও দুজনই মানবজাতির ওপর এআইয়ের বৈপ্লবিক প্রভাবের কথা তুলে ধরেন। অল্টম্যান বলেন, মানুষের তৈরি আগের যেকোনো প্রযুক্তির চেয়ে বেশি ক্ষমতার অধিকারী হবে ‘সুপার ইন্টেলিজেন্স’। আর পিচাই বলেন, এআই বর্তমানে মানুষের তৈরি করা সবচেয়ে গভীর প্রযুক্তি।
এআইয়ের দ্রুত অগ্রগতি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। গুগল ও ওপেনএআই দুই প্রতিষ্ঠানই এআই নিয়ে বিস্তর কাজ করলেও প্রতিষ্ঠান দুটিরই সিইও এখন এআইয়ের অনিয়ন্ত্রিত উন্নয়ন রোধ করতে সরকারকে অনুরোধ করছে।
ফরচুনের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এআই-এর উন্নত উন্নয়নের ঝুঁকি কমাতে রাষ্ট্র পরিচালকদের উচিত একসঙ্গে কাজ করা।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একটি ব্লগপোস্টে লিখেছেন, ‘আমাদের নাটকীয়ভাবে আরও সমৃদ্ধ ভবিষ্যৎ থাকতে পারে; তবে সেখানে যাওয়ার জন্য আমাদের ঝুঁকি কমিয়ে আনতে হবে।’
তবে এআইয়ের তত্ত্বাবধান আহ্বান করা ব্যক্তি তিনি একা নন। অ্যালফাবেট ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও সরকারকে এআই নিয়ন্ত্রণে আরও জড়িত হওয়ার প্রস্তাব করেন।
গত সোমবার ফিন্যান্সিয়াল টাইমস-এ পিচাই লেখেন, ‘এআই এমনভাবে নিয়ন্ত্রিত হওয়া দরকার যাতে উদ্ভাবন ও সম্ভাব্য ক্ষতির ভারসাম্য বজায় থাকে। আমি এখনো বিশ্বাস করি এআই খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ।"
পিচাই পরামর্শ দেন, এআই-এর নিরাপত্তা নিশ্চিত করে এমন নীতি তৈরি করার সময় সরকার, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জনসাধারণ সকলেই আলোচনার অংশ হবেন। তিনি আরও বলেন, দেশগুলোকে শক্তিশালী নিয়ম তৈরি করতে একসঙ্গে কাজ করা উচিত।
পিচাই দেশগুলোর সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ভবিষ্যৎ এআই নিয়ন্ত্রণের প্রচেষ্টায় একে অপরকে সহযোগিতারও আহ্বান জানান তিনি।
একই কথা বলেছেন অল্টম্যানও। নিজের ব্লগপোস্টে তিনি এআইয়ের নিরাপদ উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও দেশের মধ্যে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তা প্রকাশ করেছে। সবার একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী প্রধান সরকারগুলোর নেতৃত্বে একটি প্রকল্প প্রতিষ্ঠা করা যেতে পারে, যা এআই সম্পর্কিত উদ্যোগগুলোকে অন্তর্ভুক্ত করবে।
তার বিকল্প প্রস্তাবটি হলো, জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) অনুরূপ একটি উচ্চ-স্তরের শাসন সংস্থা তৈরি করা। যা এআইয়ের উন্নয়ন তত্ত্বাবধান করবে। মূলত সুপার ইন্টেলিজেন্স প্রচেষ্টার তদারকির জন্য একটি আইএইএ-এর মতো আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন তিনি। এই কর্তৃপক্ষ এআই সিস্টেমগুলো পরিদর্শন, অডিট পরিচালনা, নিরাপত্তা মানগুলোর সঙ্গে সম্মতি পরীক্ষা এবং উল্লেখযোগ্য প্রকল্পগুলোর জন্য স্থাপনা ও নিরাপত্তা স্তরের ওপর বিধিনিষেধ আরোপের জন্য দায়ী থাকবে।’
সিইও দুজনই মানবজাতির ওপর এআইয়ের বৈপ্লবিক প্রভাবের কথা তুলে ধরেন। অল্টম্যান বলেন, মানুষের তৈরি আগের যেকোনো প্রযুক্তির চেয়ে বেশি ক্ষমতার অধিকারী হবে ‘সুপার ইন্টেলিজেন্স’। আর পিচাই বলেন, এআই বর্তমানে মানুষের তৈরি করা সবচেয়ে গভীর প্রযুক্তি।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে