প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি আসার পর থেকে এআই নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাঁদের পরিষেবাগুলোতে যোগ করে চলেছে বিভিন্ন এআইয়ের সুবিধা। মাইক্রোসফট সম্প্রতি তাদের বিভিন্ন পরিষেবায় যুক্ত করেছে এআই। স্ন্যাপচ্যাটেও যুক্ত হয়েছে ‘মাই এআই’ নামের চ্যাটবটের সুবিধা। শোনা যাচ্ছে, এবার গুগল মেসেজে যুক্ত হতে পারে এআই।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, নাইন টু ফাইভ গুগলের সম্প্রতি প্রকাশিত এক স্ক্রিনশটে গুগল মেসেজে নতুন এআইয়ের সুবিধাটি দেখতে পাওয়া যায়। এ ছাড়া, গোপন কোডের দেখা পাওয়া যায় অ্যাপটিতে। ধারণা করা হচ্ছে, নতুন এআই ফিচারটির নাম ‘ম্যাজিক কম্পোজ’। ফিচারটি মূলত সাজেশনে আসা মেসেজ উন্নত করবে। সাজেশনের মেসেজগুলো গানের লিরিক্সসহ বিভিন্ন রূপে পাওয়া যাবে।
এদিকে, এখন থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে পাওয়া যাবে বার্ডের সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাধারণত এআইয়ের ব্যবহার বেশি হয়ে থাকে। ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অ্যাপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলও ওয়ার্কস্পেসে বার্ডের সুবিধা নিয়ে এসেছে।
এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে এবং সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।
গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরের মতো এটির দেওয়া কোড কাজ না-ও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল না-ও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
চ্যাটজিপিটি আসার পর থেকে এআই নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাঁদের পরিষেবাগুলোতে যোগ করে চলেছে বিভিন্ন এআইয়ের সুবিধা। মাইক্রোসফট সম্প্রতি তাদের বিভিন্ন পরিষেবায় যুক্ত করেছে এআই। স্ন্যাপচ্যাটেও যুক্ত হয়েছে ‘মাই এআই’ নামের চ্যাটবটের সুবিধা। শোনা যাচ্ছে, এবার গুগল মেসেজে যুক্ত হতে পারে এআই।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, নাইন টু ফাইভ গুগলের সম্প্রতি প্রকাশিত এক স্ক্রিনশটে গুগল মেসেজে নতুন এআইয়ের সুবিধাটি দেখতে পাওয়া যায়। এ ছাড়া, গোপন কোডের দেখা পাওয়া যায় অ্যাপটিতে। ধারণা করা হচ্ছে, নতুন এআই ফিচারটির নাম ‘ম্যাজিক কম্পোজ’। ফিচারটি মূলত সাজেশনে আসা মেসেজ উন্নত করবে। সাজেশনের মেসেজগুলো গানের লিরিক্সসহ বিভিন্ন রূপে পাওয়া যাবে।
এদিকে, এখন থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে পাওয়া যাবে বার্ডের সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাধারণত এআইয়ের ব্যবহার বেশি হয়ে থাকে। ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অ্যাপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলও ওয়ার্কস্পেসে বার্ডের সুবিধা নিয়ে এসেছে।
এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে এবং সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।
গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরের মতো এটির দেওয়া কোড কাজ না-ও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল না-ও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে