নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা প্লাস’ নামে এই স্ট্রিমিং পরিষেবা চলতি বছরের শেষের দিকে আসবে প্রযুক্তিবিষয়ক পোর্টাল সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার দেওয়া ঘোষণা অনুযায়ী, নাসা প্লাসে মহাকাশ অভিযান সরাসির সম্প্রচার করা হবে। নিজস্ব ভিডিও সিরিজসহ নতুন নতুন অনুষ্ঠানও এতে দেখানো হবে।
নাসা প্লাসের ট্রেলার থেকে সম্ভাব্য কিছু সিরিজ ও চ্যানেলের নাম পাওয়া গেছে। সেগুলো হলো– নাসা টকস, স্পেস আউট, দ্য কালার স্পেস, নাসা কিডস, নাসা এক্সপ্লোরালস, ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট লাউট, নাসা ইন স্পেনিওল, লুসি, মার্স ইজ হার্ড, নাসা এক্সপ্লোরালস: ওসিরেস রেক্স ও আর্টিমিস ১: পাথ টু দ্য প্যাড
নাসার অফিস অব কমিউনিকেশনের সহযোগী প্রশাসক মার্ক এটকাইন্ড বলেন, ‘কীভাবে নাসা মহাকাশের অজানাকে জানার চেষ্টা করে, আবিষ্কারের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করে এবং মানুষের সুবিধার জন্য উদ্ভাবন করে থাকে, তার গল্প এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালভাবে বলতে পারব।’
নাসা প্লাস বিনামূল্যে ব্যবহার করা যাবে ও পরিষেবাটিতে কোনো বিজ্ঞাপন থাকবে না। এটি অ্যাপল টিভি, ফাইয়ার টিভি ও রকু সহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারের পাশাপাশি আইওস ও এন্ড্রোয়েড নাসা অ্যাপে ও ডেস্কটপে পাওয়া যাবে।
নাসার একটি ব্লগপোস্ট থেকে জানা যায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপও আপডেট হবে। ওয়েবসাটে নতুন আপডেটের পর নাসার মহাকাশ অভিযান ও গবেষণা, জলবায়ুর তথ্যসহ আরও তথ্য পাওয়া যাবে। এখন স্ট্রিমিং পরিষেবার বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা প্লাস’ নামে এই স্ট্রিমিং পরিষেবা চলতি বছরের শেষের দিকে আসবে প্রযুক্তিবিষয়ক পোর্টাল সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার দেওয়া ঘোষণা অনুযায়ী, নাসা প্লাসে মহাকাশ অভিযান সরাসির সম্প্রচার করা হবে। নিজস্ব ভিডিও সিরিজসহ নতুন নতুন অনুষ্ঠানও এতে দেখানো হবে।
নাসা প্লাসের ট্রেলার থেকে সম্ভাব্য কিছু সিরিজ ও চ্যানেলের নাম পাওয়া গেছে। সেগুলো হলো– নাসা টকস, স্পেস আউট, দ্য কালার স্পেস, নাসা কিডস, নাসা এক্সপ্লোরালস, ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট লাউট, নাসা ইন স্পেনিওল, লুসি, মার্স ইজ হার্ড, নাসা এক্সপ্লোরালস: ওসিরেস রেক্স ও আর্টিমিস ১: পাথ টু দ্য প্যাড
নাসার অফিস অব কমিউনিকেশনের সহযোগী প্রশাসক মার্ক এটকাইন্ড বলেন, ‘কীভাবে নাসা মহাকাশের অজানাকে জানার চেষ্টা করে, আবিষ্কারের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করে এবং মানুষের সুবিধার জন্য উদ্ভাবন করে থাকে, তার গল্প এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালভাবে বলতে পারব।’
নাসা প্লাস বিনামূল্যে ব্যবহার করা যাবে ও পরিষেবাটিতে কোনো বিজ্ঞাপন থাকবে না। এটি অ্যাপল টিভি, ফাইয়ার টিভি ও রকু সহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারের পাশাপাশি আইওস ও এন্ড্রোয়েড নাসা অ্যাপে ও ডেস্কটপে পাওয়া যাবে।
নাসার একটি ব্লগপোস্ট থেকে জানা যায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপও আপডেট হবে। ওয়েবসাটে নতুন আপডেটের পর নাসার মহাকাশ অভিযান ও গবেষণা, জলবায়ুর তথ্যসহ আরও তথ্য পাওয়া যাবে। এখন স্ট্রিমিং পরিষেবার বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোরজি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশেই এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ মিনিট আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৯ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১০ ঘণ্টা আগে