নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা প্লাস’ নামে এই স্ট্রিমিং পরিষেবা চলতি বছরের শেষের দিকে আসবে প্রযুক্তিবিষয়ক পোর্টাল সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার দেওয়া ঘোষণা অনুযায়ী, নাসা প্লাসে মহাকাশ অভিযান সরাসির সম্প্রচার করা হবে। নিজস্ব ভিডিও সিরিজসহ নতুন নতুন অনুষ্ঠানও এতে দেখানো হবে।
নাসা প্লাসের ট্রেলার থেকে সম্ভাব্য কিছু সিরিজ ও চ্যানেলের নাম পাওয়া গেছে। সেগুলো হলো– নাসা টকস, স্পেস আউট, দ্য কালার স্পেস, নাসা কিডস, নাসা এক্সপ্লোরালস, ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট লাউট, নাসা ইন স্পেনিওল, লুসি, মার্স ইজ হার্ড, নাসা এক্সপ্লোরালস: ওসিরেস রেক্স ও আর্টিমিস ১: পাথ টু দ্য প্যাড
নাসার অফিস অব কমিউনিকেশনের সহযোগী প্রশাসক মার্ক এটকাইন্ড বলেন, ‘কীভাবে নাসা মহাকাশের অজানাকে জানার চেষ্টা করে, আবিষ্কারের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করে এবং মানুষের সুবিধার জন্য উদ্ভাবন করে থাকে, তার গল্প এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালভাবে বলতে পারব।’
নাসা প্লাস বিনামূল্যে ব্যবহার করা যাবে ও পরিষেবাটিতে কোনো বিজ্ঞাপন থাকবে না। এটি অ্যাপল টিভি, ফাইয়ার টিভি ও রকু সহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারের পাশাপাশি আইওস ও এন্ড্রোয়েড নাসা অ্যাপে ও ডেস্কটপে পাওয়া যাবে।
নাসার একটি ব্লগপোস্ট থেকে জানা যায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপও আপডেট হবে। ওয়েবসাটে নতুন আপডেটের পর নাসার মহাকাশ অভিযান ও গবেষণা, জলবায়ুর তথ্যসহ আরও তথ্য পাওয়া যাবে। এখন স্ট্রিমিং পরিষেবার বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা প্লাস’ নামে এই স্ট্রিমিং পরিষেবা চলতি বছরের শেষের দিকে আসবে প্রযুক্তিবিষয়ক পোর্টাল সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার দেওয়া ঘোষণা অনুযায়ী, নাসা প্লাসে মহাকাশ অভিযান সরাসির সম্প্রচার করা হবে। নিজস্ব ভিডিও সিরিজসহ নতুন নতুন অনুষ্ঠানও এতে দেখানো হবে।
নাসা প্লাসের ট্রেলার থেকে সম্ভাব্য কিছু সিরিজ ও চ্যানেলের নাম পাওয়া গেছে। সেগুলো হলো– নাসা টকস, স্পেস আউট, দ্য কালার স্পেস, নাসা কিডস, নাসা এক্সপ্লোরালস, ওয়েব স্পেস টেলিস্কোপ, ফার্স্ট লাউট, নাসা ইন স্পেনিওল, লুসি, মার্স ইজ হার্ড, নাসা এক্সপ্লোরালস: ওসিরেস রেক্স ও আর্টিমিস ১: পাথ টু দ্য প্যাড
নাসার অফিস অব কমিউনিকেশনের সহযোগী প্রশাসক মার্ক এটকাইন্ড বলেন, ‘কীভাবে নাসা মহাকাশের অজানাকে জানার চেষ্টা করে, আবিষ্কারের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করে এবং মানুষের সুবিধার জন্য উদ্ভাবন করে থাকে, তার গল্প এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালভাবে বলতে পারব।’
নাসা প্লাস বিনামূল্যে ব্যবহার করা যাবে ও পরিষেবাটিতে কোনো বিজ্ঞাপন থাকবে না। এটি অ্যাপল টিভি, ফাইয়ার টিভি ও রকু সহ বিভিন্ন স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারের পাশাপাশি আইওস ও এন্ড্রোয়েড নাসা অ্যাপে ও ডেস্কটপে পাওয়া যাবে।
নাসার একটি ব্লগপোস্ট থেকে জানা যায়, তাদের ওয়েবসাইট ও অ্যাপও আপডেট হবে। ওয়েবসাটে নতুন আপডেটের পর নাসার মহাকাশ অভিযান ও গবেষণা, জলবায়ুর তথ্যসহ আরও তথ্য পাওয়া যাবে। এখন স্ট্রিমিং পরিষেবার বেটা ভার্সন পাওয়া যাচ্ছে।
২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
১ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
২ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে। এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
২ ঘণ্টা আগে