প্রযুক্তি ডেস্ক
গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে শেষ পর্যন্ত নতুন এই সংস্করণ সবার জন্য উন্মুক্ত করল মাইক্রোসফট। ফলে আর অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীকে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা (বিং) গতিতে আরও ভালো হয়ে উঠছি, আমরা আরও নির্ভুল হয়ে উঠছি … তবে আমরা জিনিসগুলোকে আরও ভালো এবং আরও ভালো করার অন্তহীন অনুসন্ধানে আছি।’
এর আগে, চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ের নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়ানোর কথা জানায় মেহদি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়, আমরা সে সম্পর্কে অবগত। তবে একসময় সেরা সার্চ ইঞ্জিন সংশ্লিষ্ট আলোচনাতেই বিং কখনো ছিল না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যাঁরা আগে এটি ব্যবহার করেননি, তাঁরাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিংয়ের দৈনিক ব্যবহারকারীর এক-তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনে নতুন।’
এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরেকটি কারণ হচ্ছে, বিংয়ের সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে।
গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে শেষ পর্যন্ত নতুন এই সংস্করণ সবার জন্য উন্মুক্ত করল মাইক্রোসফট। ফলে আর অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীকে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা (বিং) গতিতে আরও ভালো হয়ে উঠছি, আমরা আরও নির্ভুল হয়ে উঠছি … তবে আমরা জিনিসগুলোকে আরও ভালো এবং আরও ভালো করার অন্তহীন অনুসন্ধানে আছি।’
এর আগে, চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ের নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়ানোর কথা জানায় মেহদি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়, আমরা সে সম্পর্কে অবগত। তবে একসময় সেরা সার্চ ইঞ্জিন সংশ্লিষ্ট আলোচনাতেই বিং কখনো ছিল না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যাঁরা আগে এটি ব্যবহার করেননি, তাঁরাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিংয়ের দৈনিক ব্যবহারকারীর এক-তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনে নতুন।’
এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরেকটি কারণ হচ্ছে, বিংয়ের সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
১৪ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
১৫ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১৮ ঘণ্টা আগে