প্রযুক্তি ডেস্ক
নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
এদিকে, নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’
নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
এদিকে, নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
১০ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
১১ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১৩ ঘণ্টা আগে