টেক জায়ান্ট গুগলকে ৪১২ কোটি ডলার বা ৪১২ কোটি ইউরো জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগলের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ মামলায় দেওয়া ইউরোপীয় কমিশনের আগের দেওয়া সিদ্ধান্তকেই বহাল রেখেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইইউ আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আদালত দৃঢ়ভাবে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে যে—গুগল নিজস্ব সার্চ ইঞ্জিনের অবস্থান সুদৃঢ় করতে বেআইনিভাবে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।’
ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে ২০১৮ সালে দায়ের করা এই মামলার বিষয়টির নিষ্পত্তি হলো। সেই সময় ইউরোপীয় কমিশন গুগলকে তৎকালীন বাজারমূল্য হিসেবে ৪৩৪ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এটিই সর্বোচ্চ অ্যান্টিট্রাস্ট মামলার জরিমানা।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে গুগল সার্চ ইঞ্জিন এবং গুগলের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম প্রি–ইনস্টল করতে বাধ্য করত। সর্বশেষ এই বিষয়ে শুনানি শেষে ইইউ আদালত ইউরোপীয় কমিশনের রায়কে সামান্য রদবদল করে বহাল রাখে। কেবল জরিমানা প্রায় ৫ শতাংশ কমিয়ে আনা হয় একটি বিশেষ বিবেচনায়।
এর আগে, গত বছরও গুগল ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আরও একটি অ্যান্টিট্রাস্ট মামলায় হেরে গিয়েছে। সেই মামলায় গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছিল।
টেক জায়ান্ট গুগলকে ৪১২ কোটি ডলার বা ৪১২ কোটি ইউরো জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগলের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ মামলায় দেওয়া ইউরোপীয় কমিশনের আগের দেওয়া সিদ্ধান্তকেই বহাল রেখেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইইউ আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আদালত দৃঢ়ভাবে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে যে—গুগল নিজস্ব সার্চ ইঞ্জিনের অবস্থান সুদৃঢ় করতে বেআইনিভাবে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।’
ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে ২০১৮ সালে দায়ের করা এই মামলার বিষয়টির নিষ্পত্তি হলো। সেই সময় ইউরোপীয় কমিশন গুগলকে তৎকালীন বাজারমূল্য হিসেবে ৪৩৪ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এটিই সর্বোচ্চ অ্যান্টিট্রাস্ট মামলার জরিমানা।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ফোনে গুগল সার্চ ইঞ্জিন এবং গুগলের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম প্রি–ইনস্টল করতে বাধ্য করত। সর্বশেষ এই বিষয়ে শুনানি শেষে ইইউ আদালত ইউরোপীয় কমিশনের রায়কে সামান্য রদবদল করে বহাল রাখে। কেবল জরিমানা প্রায় ৫ শতাংশ কমিয়ে আনা হয় একটি বিশেষ বিবেচনায়।
এর আগে, গত বছরও গুগল ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আরও একটি অ্যান্টিট্রাস্ট মামলায় হেরে গিয়েছে। সেই মামলায় গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
১০ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
১১ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১৩ ঘণ্টা আগে