Ajker Patrika

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ২ বিলিয়ন ডলারের চুক্তি করল ইনফোসিস 

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭: ৪৮
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ২ বিলিয়ন ডলারের চুক্তি করল ইনফোসিস 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় সেবা দিতে বিদ্যমান গ্রাহক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি করেছে ভারতের প্রযুক্তি কোম্পানি ইনফোসিস। এর আওতায় কোম্পানিটি পাঁচ বছর সেবা দেবে পুরোনো গ্রাহকদের।

গত সোমবার হওয়া এই চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় সেবার উন্নয়ন, আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের নাম প্রকাশ করেনি।

২০২২ সালে এআই চ্যাট বট চ্যাটজিপিটি তৈরি করে বিশ্বজুড়ে আলোড়ন তোলে মাইক্রোসফট। ইতিবাচক সাড়া পেয়ে বিশ্বের অন্যমত শীর্ষ এই প্রযুক্তি কোম্পানি এই খাতে বিনিয়োগ দ্বিগুণ করে দেয়।

ভারতে এই খাতে ইনফোসিসের অন্যতম প্রতিদ্বন্দ্বী টাটা কনসালটেন্সি সার্ভিস ২৫ হাজার প্রকৌশলীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা ও আরেক প্রতিদ্বন্দ্বী উইপ্রো ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এরপরই ইনফোসিস এমন ঘোষণা দিল।

মে মাসের শেষের দিকে জেনারেটিভ এআইয়ের জন্য একটি প্ল্যাটফর্ম চালু করেছে বেঙ্গালুরুভিত্তিক ইনফোসিস।

২০ জুলাই কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত