Ajker Patrika

ভারতকে তাদের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন কি হতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৫, ১২: ৪৮
শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও ভারতের অধিনায়ক সিঙ্গামায়ুম শামি । গতকাল ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে । ছবি: বাফুফে
শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও ভারতের অধিনায়ক সিঙ্গামায়ুম শামি । গতকাল ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে । ছবি: বাফুফে

নিজেদের মাঠে টুর্নামেন্ট। দাপট থাকাটাই স্বাভাবিক। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সমানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছে! শিরোপা উঁচিয়ে ধরার পথে তাদের বাধা এখন বাংলাদেশ। ভারত কেমন দল, সেটা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ভালোভাবেই জানা। তাই বলে বাংলাদেশের যুবারা ভয় পাচ্ছে তা কিন্তু নয়। আত্মবিশ্বাসী হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে তারা।

অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারত টুর্নামেন্টের সব ম্যাচে জয় পেলেও বাংলাদেশের শুরু হয় ড্র দিয়ে। মালদ্বীপের বিপক্ষে দুবার এগিয়ে যাওয়ার পরও মাঠ ছাড়ে ২-২ গোলের ড্র নিয়ে। ভুল শুধরে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে শেষ চারে পা রাখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।

সেমিফাইনালে বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছিল নেপাল। শুরুর দিকে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। ২-১ গোলের জয় নিয়ে শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যায় যুবারা। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বরাবরই আলাদা উন্মাদনা কাজ করে। সেটা যে স্তরের খেলাই হোক না কেন! ফাইনাল হলে তো কোনো কথাই নেই। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও তাই টের পাচ্ছেন সেই উত্তাপ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফাইনাল নিয়ে সব সময় একটু রোমাঞ্চ কাজ করে। এখানে দুই দলই জিততে চাইবে। ইনশা, আল্লাহ আমরা আমাদের লক্ষ্য পূরণ করে দেশে ফিরব।’

ফাইনালে সেরাটা দেওয়ার চেষ্টাই থাকবে নাজমুলের, ‘আমরা প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম। ভালো কিছু করার লক্ষ্যেই আমরা এসেছি। ফাইনালে প্রতিপক্ষ যেহেতু ভারত, তাই বিষয়টা একটু অন্য রকম। ভারত ভালো দল, আমরা সব সময় তাদের শ্রদ্ধা করি। তবে আমরা আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব। এই টুর্নামেন্টে আমাদের এর আগে সাক্ষাৎ হয়নি। আশা করি, বড় ধরনের কোনো সমস্যা হবে না।’

অধিনায়কের মতো কোচ ছোটনের কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর, ‘আমাদের ছেলেরা সব ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা অনেক কিছু শিখতে পেরেছে এবং অনেকটা আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত।’

Road-to-fina'

সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে ভারতীয় কোচ বিবিয়ানো ফার্নান্দেসের। যথেষ্ট সতর্ক হয়েই ফাইনালের ছক কষছেন তিনি, ‘আমরা জানি, তারা কতটা ভালো। বিশেষ করে সেমিফাইনালে তারা নেপালকে হারিয়ে নিজেদের জাত চিনিয়েছে। আমরা তাদের শ্রদ্ধা করি। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নেব। নিশ্চিত করব যেন ফাইনালে সেরাটা দিতে পারি।’

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ কখনো শিরোপা না জিতলেও ভারত গত আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা ঘরে রেখে দিতে চান অধিনায়ক সিঙ্গামায়ুম শামির, ‘আগামীকাল (আজ) আমরা সেরাটা দিতে চাই। আমরা খুবই খুশি যে অরুণাচলের সমর্থকেরা আমাদের সমর্থন দিচ্ছে। ফুটবলে কী হবে, সেটা আগেই বলা যায় না। তবে আমরা প্রস্তুত এবং ঘরে ট্রফি রেখে দিতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত