নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ১০ মাসে অনেক কিছু পাল্টে গেছে বাংলাদেশের নারী ফুটবলে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী দুই ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও আনুচিং মারমা। বাংলাদেশ ছেড়ে চীনে চলে গেছেন আরেক সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। দীর্ঘ ১৪ বছর পর সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল ডাগআউটে থাকবে না আরেকটি পরিচিত মুখও।
২০১৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর হয়ে এসেছিলেন পল স্মলি। গত সাত বছরে দুই দফায় টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকা স্মলিকে ঘিরে গুঞ্জন ছিল, বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। ছাড়তে চান বাংলাদেশ। গত মে মাসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও জানিয়েছিলেন, আর নতুন করে চুক্তি নবায়ন করতে চাইছেন না ব্রিটিশ স্মলি।
তবে থাকতে চান না বলেও, গত তিন মাসে ঠিকই টেকনিক্যাল ডিরেক্টর পদে বহাল তবিয়তে আছেন স্মলি। শোনা যাচ্ছিল, গত মে মাসে পদত্যাগ করা ছোটনের শূন্যপদে নারী দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্মলিকে। তবে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের কোচ হতে চান না এমন কারণ দেখিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ব্রিটিশ। শুধু কোচের পদই নয়, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেপালের বিপক্ষে দুই ম্যাচেও ডাগআউটে থাকবেন না তিনি।
যাকে নারী দলের কোচ বানানোর পরিকল্পনা বাফুফের, সেই স্মলি হঠাৎ করে কেন থাকছেন না নেপাল ম্যাচের ডাগআউটে? সেই প্রশ্নের জবাবটা দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নেপাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তিনি বলেছেন, ‘পলের (স্মলি) সঙ্গে সভাপতির একটা আলোচনা চলছে, সে থাকবে কি থাকবে না। সেটা শেষ হওয়ার হওয়া না পর্যন্ত সে কোনো ম্যাচেই থাকবে না।’
গত সাত বছরে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছেন স্মলি। শিরোপার সম্ভাবনা থাকলেই কেবল তিনি কোচ হতে চান—এমন বিতর্ক পিঠে লেগে আছে তাঁর। গত সেপ্টেম্বরে নারী সাফে সেমিফাইনাল খেলতে পারবে না বাংলাদেশ, এমনও ভবিষ্যদ্বাণীও নাকি করেছিলেন স্মলি! ছেলেদের ফুটবলকে এড়িয়ে নারী দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততাও ছিল বেশ দৃষ্টিকটু। সেই স্মলিই এবার নারী দলের সঙ্গে না থেকে জন্ম দিয়েছেন বিস্ময়ের!
স্মলির না থাকার কারণ হিসেবে কিরণ সামনে এনেছেন বাফুফের সঙ্গে চুক্তির বিষয়টি। যদিও ভেতরের খবর, তাঁকে ছাড়া নড়বড়ে থাকে নারী দল এমনটা প্রমাণ করার জন্যই নাকি ডাগআউটে থাকছেন না স্মলি। একই কারণে ফিটনেস ট্রেইনারকেও এবার কাজ করতে দিচ্ছেন না তিনি। তাঁকে ফাঁদে ফেলার জন্যই কী র্যাজলভকে নেপাল ম্যাচে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন শুনতে হলো নেপালের বিপক্ষে দুই ম্যাচে কোচের দায়িত্বে থাকা মাহবুবুর রহমান লিটুর দিকে। কোনো উত্তর না দিয়ে এক শুকনো হাসি দিয়েই সরে গেছেন লিটু। বলতে না চাইলেও এক হাসিতেই যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেছেন নারী দলের এই সহকারী কোচ।
শুধু স্মলি নন, নেপাল ম্যাচে বাংলাদেশ নারী দলের সঙ্গে ফিটনেস ট্রেইনার হিসেবে দেখা যাবে না অস্ট্রেলিয়ান ইভান র্যাজলভকেও। অথচ ১০ মাস আগেও বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয়—সব দলের সঙ্গেই ছিলেন র্যাজলভ। নেপাল ম্যাচে কেন থাকছেন না র্যাজলভ, তার না থাকার সঙ্গে স্মলি জড়িত কিনা সেই প্রশ্নের জবাবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন কিরণ। বললেন, ‘আমরা তাঁকে দলে রেখেছিলাম কিন্তু পলের (স্মলি) কাছ থেকে সিদ্ধান্ত এসেছে যে ইভান এই দলে থাকবে না। কারণ পল এখনো আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। দলে টেকনিক্যাল কে থাকবে না থাকবে সেটা পলই সিদ্ধান্ত নেবে!’
গত ১০ মাসে অনেক কিছু পাল্টে গেছে বাংলাদেশের নারী ফুটবলে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী দুই ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও আনুচিং মারমা। বাংলাদেশ ছেড়ে চীনে চলে গেছেন আরেক সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। দীর্ঘ ১৪ বছর পর সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল ডাগআউটে থাকবে না আরেকটি পরিচিত মুখও।
২০১৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর হয়ে এসেছিলেন পল স্মলি। গত সাত বছরে দুই দফায় টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকা স্মলিকে ঘিরে গুঞ্জন ছিল, বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। ছাড়তে চান বাংলাদেশ। গত মে মাসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও জানিয়েছিলেন, আর নতুন করে চুক্তি নবায়ন করতে চাইছেন না ব্রিটিশ স্মলি।
তবে থাকতে চান না বলেও, গত তিন মাসে ঠিকই টেকনিক্যাল ডিরেক্টর পদে বহাল তবিয়তে আছেন স্মলি। শোনা যাচ্ছিল, গত মে মাসে পদত্যাগ করা ছোটনের শূন্যপদে নারী দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্মলিকে। তবে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের কোচ হতে চান না এমন কারণ দেখিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ব্রিটিশ। শুধু কোচের পদই নয়, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেপালের বিপক্ষে দুই ম্যাচেও ডাগআউটে থাকবেন না তিনি।
যাকে নারী দলের কোচ বানানোর পরিকল্পনা বাফুফের, সেই স্মলি হঠাৎ করে কেন থাকছেন না নেপাল ম্যাচের ডাগআউটে? সেই প্রশ্নের জবাবটা দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নেপাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তিনি বলেছেন, ‘পলের (স্মলি) সঙ্গে সভাপতির একটা আলোচনা চলছে, সে থাকবে কি থাকবে না। সেটা শেষ হওয়ার হওয়া না পর্যন্ত সে কোনো ম্যাচেই থাকবে না।’
গত সাত বছরে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছেন স্মলি। শিরোপার সম্ভাবনা থাকলেই কেবল তিনি কোচ হতে চান—এমন বিতর্ক পিঠে লেগে আছে তাঁর। গত সেপ্টেম্বরে নারী সাফে সেমিফাইনাল খেলতে পারবে না বাংলাদেশ, এমনও ভবিষ্যদ্বাণীও নাকি করেছিলেন স্মলি! ছেলেদের ফুটবলকে এড়িয়ে নারী দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততাও ছিল বেশ দৃষ্টিকটু। সেই স্মলিই এবার নারী দলের সঙ্গে না থেকে জন্ম দিয়েছেন বিস্ময়ের!
স্মলির না থাকার কারণ হিসেবে কিরণ সামনে এনেছেন বাফুফের সঙ্গে চুক্তির বিষয়টি। যদিও ভেতরের খবর, তাঁকে ছাড়া নড়বড়ে থাকে নারী দল এমনটা প্রমাণ করার জন্যই নাকি ডাগআউটে থাকছেন না স্মলি। একই কারণে ফিটনেস ট্রেইনারকেও এবার কাজ করতে দিচ্ছেন না তিনি। তাঁকে ফাঁদে ফেলার জন্যই কী র্যাজলভকে নেপাল ম্যাচে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন শুনতে হলো নেপালের বিপক্ষে দুই ম্যাচে কোচের দায়িত্বে থাকা মাহবুবুর রহমান লিটুর দিকে। কোনো উত্তর না দিয়ে এক শুকনো হাসি দিয়েই সরে গেছেন লিটু। বলতে না চাইলেও এক হাসিতেই যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেছেন নারী দলের এই সহকারী কোচ।
শুধু স্মলি নন, নেপাল ম্যাচে বাংলাদেশ নারী দলের সঙ্গে ফিটনেস ট্রেইনার হিসেবে দেখা যাবে না অস্ট্রেলিয়ান ইভান র্যাজলভকেও। অথচ ১০ মাস আগেও বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয়—সব দলের সঙ্গেই ছিলেন র্যাজলভ। নেপাল ম্যাচে কেন থাকছেন না র্যাজলভ, তার না থাকার সঙ্গে স্মলি জড়িত কিনা সেই প্রশ্নের জবাবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন কিরণ। বললেন, ‘আমরা তাঁকে দলে রেখেছিলাম কিন্তু পলের (স্মলি) কাছ থেকে সিদ্ধান্ত এসেছে যে ইভান এই দলে থাকবে না। কারণ পল এখনো আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। দলে টেকনিক্যাল কে থাকবে না থাকবে সেটা পলই সিদ্ধান্ত নেবে!’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে