Ajker Patrika

শীর্ষে আর্জেন্টিনা, রেটিং পয়েন্ট বাড়লেও আগের অবস্থানে বাংলাদেশ

শীর্ষে আর্জেন্টিনা, রেটিং পয়েন্ট বাড়লেও আগের অবস্থানে বাংলাদেশ

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই ছুটছে আর্জেন্টিনার জয়রথ। চ্যাম্পিয়ন হওয়ার পর একটা ম্যাচও হারেনি আকাশী-নীলরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বাংলাদেশ, ব্রাজিল এই দুলের অবস্থানও বদলায়নি। 

শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি রেটিং বেড়েছে আর্জেন্টিনার। রেটিং পয়েন্ট ১৮৪৩.৭৩ থেকে বেড়ে হয়েছে ১৮৫১.৪১। কাতার বিশ্বকাপের ফাইনালের পর টানা ৬ ম্যাচ জিতেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনাসহ র‍্যাঙ্কিংয়ের প্রথম সাত অবস্থানে কোনো দলেরই জায়গা বদল হয়নি। ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস-এই ছয় দল আছে দ্বিতীয় থেকে সপ্তম স্থানে। তবে এর মধ্যে শুধু রেটিং পয়েন্ট কমেছে ফ্রান্স ও ইংল্যান্ডের। কাতার বিশ্বকাপের রানার্সআপ দলের রেটিং পয়েন্ট ১৮৪৩.৫৪ থেকে কমে হয়েছে ১৮৪০.৭৬। আর ৩.০৫ রেটিং পয়েন্ট কমে ইংল্যান্ডের এখন ১৭৯৪.৩৪। ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডসের রেটিং পয়েন্ট বেড়েছে ৯.৩৪, ৪.০৯, ৫.২৮ ও ১১.৯২। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট এখন ১৮৩৭.৬১। 

প্রথম দশের মধ্যে জায়গা বদল হয়েছে ৮ ও ৯ নম্বরে। ৯ থেকে ৮ এ উঠেছে পর্তুগাল আর ৮ থেকে ৯ নম্বরে এখন ইতালি। ১৭১৮.২৫ রেটিং পয়েন্ট থেকে বেড়ে পর্তুগালের পয়েন্ট এখন ১৭২৮.৫৮। আর ১৭২৭.৩৭ রেটিং পয়েন্ট এখন ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট বেড়েছে ০.৭৯। ৭.২৭ রেটিং পয়েন্ট বেড়ে দশ নম্বরে থাকা স্পেনের পয়েন্ট এখন ১৭১০.৭২। আর বাংলাদেশ আগের মতো ১৮৯ নম্বরে থাকলেও তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ১.৭৯। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৯৪.২৩। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। তার আগে জুন-জুলাই মাসে সাফের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত