নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাঁদের নিয়ে সংবাদ সম্মেলন, বসার জায়গাই পেলেন না তাঁরা। শিরোপা জিতে যাঁরা এনে দিলেন আনন্দের উপলক্ষ, কর্মকর্তাদের চেহারা দেখানোর ভিড়ে তাঁরাই হয়ে গেলেন ব্রাত্য!
কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টার বিমানযাত্রা শেষে দুপুর ২টার কিছু আগে দেশে পৌঁছান সাফজয়ী নারী দলের সদস্যরা। উপচে পড়া ভিড়ের কারণে বিমানবন্দরে বাতিল করা হয় ফুটবলারদের সংবাদ সম্মেলন। বেলা ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হোন ফুটবলাররা। চার ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় যখন বাফুফে ভবনে পৌঁছে বাস, ফুটবলারদের চোখে তখন রাজ্যের ক্লান্তি।
এই ক্লান্তির কারণে অধিকাংশ ফুটবলারই চলে যান নিজ নিজ কক্ষে। সংবাদ সম্মেলনের জন্য নিচতলায় রয়ে যান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, সানজিদা আক্তারসহ দলের কয়েক সদস্য।
শিরোপাজয়ী নারীদের কথা শোনার অপেক্ষায় দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন সংবাদকর্মীরা। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে ফুটবলার-কোচ কথা বলার সুযোগ পেলেন কম। বসার মতো সুযোগ পেলেন এর চেয়েও কম। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে। যাঁদের অর্জন, সেই ফুটবলারদের গুণকীর্তন করতে গিয়ে সময়ের অধিকাংশটাই নষ্ট করলেন কর্মকর্তারা।
উল্লেখিত বিষয় হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বাফুফে ভবনে অপরিচিত মানুষদের চেহারাই বেশি দেখা গেছে। অনাহূত এই মানুষদের আটকাতে ব্যর্থতাই দেখিয়েছে বাফুফে। তাদের কোলাহল ও ভিড়ে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গাই পাননি ফুটবলাররা। বাতাস বন্ধ কক্ষে অসুস্থ বোধ করায় সাবিনা বাদে বাকি ফুটবলাররা সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বের হয়ে যান। যাওয়ার সময় এক ফুটবলার বলে গেলেন, ‘এর চেয়ে মাঠের গরমেই মরা ভালো!’
যাঁদের নিয়ে সংবাদ সম্মেলন, বসার জায়গাই পেলেন না তাঁরা। শিরোপা জিতে যাঁরা এনে দিলেন আনন্দের উপলক্ষ, কর্মকর্তাদের চেহারা দেখানোর ভিড়ে তাঁরাই হয়ে গেলেন ব্রাত্য!
কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টার বিমানযাত্রা শেষে দুপুর ২টার কিছু আগে দেশে পৌঁছান সাফজয়ী নারী দলের সদস্যরা। উপচে পড়া ভিড়ের কারণে বিমানবন্দরে বাতিল করা হয় ফুটবলারদের সংবাদ সম্মেলন। বেলা ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হোন ফুটবলাররা। চার ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় যখন বাফুফে ভবনে পৌঁছে বাস, ফুটবলারদের চোখে তখন রাজ্যের ক্লান্তি।
এই ক্লান্তির কারণে অধিকাংশ ফুটবলারই চলে যান নিজ নিজ কক্ষে। সংবাদ সম্মেলনের জন্য নিচতলায় রয়ে যান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, সানজিদা আক্তারসহ দলের কয়েক সদস্য।
শিরোপাজয়ী নারীদের কথা শোনার অপেক্ষায় দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন সংবাদকর্মীরা। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে ফুটবলার-কোচ কথা বলার সুযোগ পেলেন কম। বসার মতো সুযোগ পেলেন এর চেয়েও কম। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে। যাঁদের অর্জন, সেই ফুটবলারদের গুণকীর্তন করতে গিয়ে সময়ের অধিকাংশটাই নষ্ট করলেন কর্মকর্তারা।
উল্লেখিত বিষয় হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বাফুফে ভবনে অপরিচিত মানুষদের চেহারাই বেশি দেখা গেছে। অনাহূত এই মানুষদের আটকাতে ব্যর্থতাই দেখিয়েছে বাফুফে। তাদের কোলাহল ও ভিড়ে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গাই পাননি ফুটবলাররা। বাতাস বন্ধ কক্ষে অসুস্থ বোধ করায় সাবিনা বাদে বাকি ফুটবলাররা সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বের হয়ে যান। যাওয়ার সময় এক ফুটবলার বলে গেলেন, ‘এর চেয়ে মাঠের গরমেই মরা ভালো!’
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে