আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়—কদিন আগে আল নাসরের জার্সিতে রেকর্ড গড়ার পর এমন পোস্ট দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ক্লাব ফুটবলই নয়, আন্তর্জাতিক ফুটবলেও অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে গত রাতে।
তুরস্কের জার্সিতে আর্দা গুলারের অভিষেক ২০২২-এর নভেম্বরে। এ বছরের ফেব্রুয়ারিতে ১৯ বছর পূর্ণ করেছেন গুলার। ১৯ বছর বয়সী তরুণ এই তুর্কি ফুটবলারই ভেঙে দিলেন রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড। ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে সিগনাল ইদুনা পার্কে গত রাতে মুখোমুখি হয়েছে তুরস্ক-জর্জিয়া। ম্যাচ যখন ৬৫ মিনিটে পৌঁছাল, তখনই এল সেই মাহেন্দ্রক্ষণ। কান আয়হানের পাস থেকে বল রিসিভ করে গুলার দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। তাতে ইউরোর মূল পর্বে অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের কীর্তি গড়লেন গুলার। গোল করার সময় তুরস্কের ফুটবলারের বয়স ১৯ বছর ১১৪ দিন। এত দিন ইউরোর মূল পর্বে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড ছিল রোনালদোর। ২০০৪ ইউরোতে পোর্তোতে গ্রিসের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোল করেন তিনি।পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর ১২৮ দিন।
২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার রাতে গুলারের গোলে জর্জিয়ার বিপক্ষে ১-১ সমতা থেকে ২-১ করে তুরস্ক। শেষ পর্যন্ত সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের জয় পেয়েছে তুর্কিরা। ২৫ মিনিটে প্রথমে ডিফেন্ডার মার্ট মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। জর্জিয়াকে ৩২ মিনিটে সমতায় ফেরান জর্জেস মিকাউতাদজি।
নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৭ মিনিটে তুরস্কের তৃতীয় গোল করেন মুহাম্মদ কেরেম আকতুরকোগলু।
গুলারের কীর্তির রাতে জয় পেয়েছে পর্তুগালও। রেড বুল অ্যারেনায় চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ৬২ মিনিটে প্রথমে লুকাস প্রভোদের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন রানাক। ৬৯ মিনিটে রানাক করেন আত্মঘাতী গোল। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের ব্যাপার ছিল, তখন ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার ফ্রান্সিসকো কনসেইকাও।
আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়—কদিন আগে আল নাসরের জার্সিতে রেকর্ড গড়ার পর এমন পোস্ট দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ক্লাব ফুটবলই নয়, আন্তর্জাতিক ফুটবলেও অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে গত রাতে।
তুরস্কের জার্সিতে আর্দা গুলারের অভিষেক ২০২২-এর নভেম্বরে। এ বছরের ফেব্রুয়ারিতে ১৯ বছর পূর্ণ করেছেন গুলার। ১৯ বছর বয়সী তরুণ এই তুর্কি ফুটবলারই ভেঙে দিলেন রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড। ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে সিগনাল ইদুনা পার্কে গত রাতে মুখোমুখি হয়েছে তুরস্ক-জর্জিয়া। ম্যাচ যখন ৬৫ মিনিটে পৌঁছাল, তখনই এল সেই মাহেন্দ্রক্ষণ। কান আয়হানের পাস থেকে বল রিসিভ করে গুলার দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। তাতে ইউরোর মূল পর্বে অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের কীর্তি গড়লেন গুলার। গোল করার সময় তুরস্কের ফুটবলারের বয়স ১৯ বছর ১১৪ দিন। এত দিন ইউরোর মূল পর্বে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড ছিল রোনালদোর। ২০০৪ ইউরোতে পোর্তোতে গ্রিসের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোল করেন তিনি।পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর ১২৮ দিন।
২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার রাতে গুলারের গোলে জর্জিয়ার বিপক্ষে ১-১ সমতা থেকে ২-১ করে তুরস্ক। শেষ পর্যন্ত সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের জয় পেয়েছে তুর্কিরা। ২৫ মিনিটে প্রথমে ডিফেন্ডার মার্ট মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। জর্জিয়াকে ৩২ মিনিটে সমতায় ফেরান জর্জেস মিকাউতাদজি।
নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৭ মিনিটে তুরস্কের তৃতীয় গোল করেন মুহাম্মদ কেরেম আকতুরকোগলু।
গুলারের কীর্তির রাতে জয় পেয়েছে পর্তুগালও। রেড বুল অ্যারেনায় চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ৬২ মিনিটে প্রথমে লুকাস প্রভোদের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন রানাক। ৬৯ মিনিটে রানাক করেন আত্মঘাতী গোল। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের ব্যাপার ছিল, তখন ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার ফ্রান্সিসকো কনসেইকাও।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৮ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৯ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৯ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১০ ঘণ্টা আগে