Ajker Patrika

সিটি থেকে বিদায়বেলায় কী বললেন ডি ব্রুইনা, কাঁদলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মে ২০২৫, ১১: ৪০
সিটি থেকে কেভিন ডি ব্রুইনার বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত
সিটি থেকে কেভিন ডি ব্রুইনার বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

১০ বছর তো কম সময় নয়। একটা ক্লাবে এত দীর্ঘ সময় থাকলে তাঁর আশেপাশের পরিবেশ তখন হয়ে ওঠে পরিবারের মতো। কথাটা বলা হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। যাঁর বিদায়বেলায় পুরো ম্যানচেস্টার সিটি গত রাতে হয়ে উঠেছে ডি ব্রুইনাময়।

গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ডাগআউট—ইতিহাদ স্টেডিয়াম তো বটেই, ডি ব্রুইনা গত রাতে ছিলেন পুরো ম্যানচেস্টার জুড়ে। ১০ বছর যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবের আনাচে-কানাচে এমনকি সেই শহর তাঁর কাছে ‘হাতের তালু’র মতো চেনা হয়ে গিয়েছে। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা।

সিটির সঙ্গে এক দশকের বন্ধন ছিন্ন করার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন ডি ব্রুইনা। ম্যাচ শেষে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘একটু অন্যরকম লাগছে। অসাধারণ এক যাত্রা। মানুষকে আনন্দ দিতে চেয়েছি। ফুটবল উপভোগ করতে চেয়েছি। সবাই উপভোগ করেছেন বলে বিশ্বাস করি। এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করা আসলেই ভিন্ন কিছু। সত্যিই অনেক গর্বিত আমি। সৃজনশীল ফুটবল খেলে সবাইকে আনন্দ দিতে পেরেছি বলে মনে করি।’

ডি ব্রুইনাকে ইতিহাদ থেকে বিদায় জানাতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি ম্যানচেস্টার সিটি। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তাঁর অসাধারণ সব কীর্তি। এরপর সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন স্বয়ং ডি ব্রুইনা। তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। সিটির ফুটবলার-কর্মকর্তারা অভিবাদন জানিয়েছেন এই তারকা মিডফিল্ডারকে। এমনকি ডি ব্রুইনার অবদান স্মরণীয় করে রাখতে ইতিহাদের বাইরে তাঁর ভাস্কর্য বানানো হবে বলে জানিয়েছে ম্যান সিটি।

ডি ব্রুইনা সিটিতে আসার এক বছর পরে ক্লাবটির কোচ হয়ে এসেছেন গার্দিওলা। দীর্ঘ এই ৯ বছরে গার্দিওলার সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত তৈরি হয়েছে ডি ব্রুইনা। গার্দিওলা সিটিতে আসার পর ক্লাবটি ছয়বার প্রিমিয়ার লিগ, দুইবার এফএ কাপ ও একবার জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। যাঁর মধ্যে ২০২২-২৩ মৌসুমে ম্যান সিটি জিতেছে ট্রেবল। সবকিছুতেই জড়িয়ে আছেন ডি ব্রুইনা।

চলতি মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ার ঘোষণা এ বছরের এপ্রিলে দিয়েছেন ডি ব্রুইনা। বিদায় গত রাতে নিলেন সিটির ঘরের মাঠ ইতিহাদ থেকে। কিংবদন্তির বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে গত রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ওমর মারমুশ, নিকো গনজালেস, মাতেও কোভাচিচ—সিটির এই তিন ফুটবলার গোল করেছেন। বোর্নমাউথের একমাত্র গোল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে করেছেন ড্যানিয়েল জেবিসন। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সিটিজেনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত