Ajker Patrika

হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড বাংলাদেশ-আফগান কোচের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১০
Thumbnail image

ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হলে ইদানীং একটা বাড়তি উত্তেজনা চোখে পড়ে। তবে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দেশের ফুটবলে রীতিমতো হাতাহাতিই হলো। লাল কার্ড দেখেছেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের কোচই।

ঘটনার সূত্রপাত আজ বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ম্যাচের ১৭ মিনিটে। নিরুত্তাপ শুরুর ম্যাচে হঠাৎই উত্তাপ ডাগআউটে। ম্যাচের ১৭ মিনিটে রাকিব হোসেনকে ট্যাকল করতে গিয়ে নিজেই ব্যথায় কাতরে ওঠেন আফগান ডিফেন্ডার মাহবুব হানিফি। দুই দলের ডাগআউটেই ফাউলের দাবি জানায়। তাতেই শুরু উত্তেজনার।

উত্তেজনা থেকে শুরুতে বাগ্‌যুদ্ধ, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। দুজনের পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরাও। সেই ঝগড়া থামাতে কঠিন পথে হাঁটলেন নেপালি রেফারি প্রাজল ছেত্ররি। ১৯ মিনিটের মাথায় হাসান আল মামুন ও আবদুল্লাহ আল মুতায়িরিকে দেখান লাল কার্ড।

লাল কার্ড দেখে দলকে মাঠ থেকে উঠে আসার ডাক দিয়েছিলেন আফগান কোচ। শেষ পর্যন্ত অবশ্য প্রধান কোচকে ছাড়াই খেলতে নামে আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত