নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হলে ইদানীং একটা বাড়তি উত্তেজনা চোখে পড়ে। তবে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দেশের ফুটবলে রীতিমতো হাতাহাতিই হলো। লাল কার্ড দেখেছেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের কোচই।
ঘটনার সূত্রপাত আজ বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ম্যাচের ১৭ মিনিটে। নিরুত্তাপ শুরুর ম্যাচে হঠাৎই উত্তাপ ডাগআউটে। ম্যাচের ১৭ মিনিটে রাকিব হোসেনকে ট্যাকল করতে গিয়ে নিজেই ব্যথায় কাতরে ওঠেন আফগান ডিফেন্ডার মাহবুব হানিফি। দুই দলের ডাগআউটেই ফাউলের দাবি জানায়। তাতেই শুরু উত্তেজনার।
উত্তেজনা থেকে শুরুতে বাগ্যুদ্ধ, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। দুজনের পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরাও। সেই ঝগড়া থামাতে কঠিন পথে হাঁটলেন নেপালি রেফারি প্রাজল ছেত্ররি। ১৯ মিনিটের মাথায় হাসান আল মামুন ও আবদুল্লাহ আল মুতায়িরিকে দেখান লাল কার্ড।
লাল কার্ড দেখে দলকে মাঠ থেকে উঠে আসার ডাক দিয়েছিলেন আফগান কোচ। শেষ পর্যন্ত অবশ্য প্রধান কোচকে ছাড়াই খেলতে নামে আফগানিস্তান।
ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হলে ইদানীং একটা বাড়তি উত্তেজনা চোখে পড়ে। তবে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দেশের ফুটবলে রীতিমতো হাতাহাতিই হলো। লাল কার্ড দেখেছেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের কোচই।
ঘটনার সূত্রপাত আজ বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ম্যাচের ১৭ মিনিটে। নিরুত্তাপ শুরুর ম্যাচে হঠাৎই উত্তাপ ডাগআউটে। ম্যাচের ১৭ মিনিটে রাকিব হোসেনকে ট্যাকল করতে গিয়ে নিজেই ব্যথায় কাতরে ওঠেন আফগান ডিফেন্ডার মাহবুব হানিফি। দুই দলের ডাগআউটেই ফাউলের দাবি জানায়। তাতেই শুরু উত্তেজনার।
উত্তেজনা থেকে শুরুতে বাগ্যুদ্ধ, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আবদুল্লাহ আল মুতায়িরি। দুজনের পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরাও। সেই ঝগড়া থামাতে কঠিন পথে হাঁটলেন নেপালি রেফারি প্রাজল ছেত্ররি। ১৯ মিনিটের মাথায় হাসান আল মামুন ও আবদুল্লাহ আল মুতায়িরিকে দেখান লাল কার্ড।
লাল কার্ড দেখে দলকে মাঠ থেকে উঠে আসার ডাক দিয়েছিলেন আফগান কোচ। শেষ পর্যন্ত অবশ্য প্রধান কোচকে ছাড়াই খেলতে নামে আফগানিস্তান।
তামিম ইকবাল আর ফারুক আহমেদ গত কয়েক মাসে যতবার সংবাদ শিরোনাম হয়েছেন, বেশির ভাগ মাঠের বাইরের বিষয়ে। আরও সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট প্রশাসনিক-সম্পর্কিত। তামিমকে প্রায় সময় একটা প্রশ্ন শুনতে হচ্ছে, তিনি ক্রিকেট বোর্ডে আসতে চান কি না।
১৩ মিনিট আগেজয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
২৬ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে