Ajker Patrika

চমকের অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চমকের অপেক্ষায় বাংলাদেশ

২২ সদস্যের পুরো দলটা এক হয়েছে চীনে যাওয়ার মাত্র দুই দিন আগে। পুরো দল নিয়ে লম্বা সেশন করতে না পারার আক্ষেপটা রয়েই গেছে হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচদের ভেতর। নিজেদের সমস্যা মাথায় রেখেও আজ মিয়ানমারের বিপক্ষে চমক দেখাতে চায় হাভিয়ের কাবরেরার দল। 

এশিয়াডে প্রথম ম্যাচে আজ মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বেলা ২টায় হ্যাংঝুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে ম্যাচ। মিয়ানমার যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। একই গ্রুপে আছে চীন-ভারতের মতো দলও। এমন কঠিন গ্রুপে পড়েও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে সেরা চার ‘তৃতীয়’ দলের একটি হতে হবে বাংলাদেশকে। মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে জেনেও পরের রাউন্ডে চোখ বাংলাদেশের। গত এশিয়াডে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ইতিহাসের পুনরাবৃত্তি এবারও চায় লাল-সবুজ যুবারা। দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন তেমনটাই, ‘পুরো দলটা একসঙ্গে না পাওয়ায় আমাদের একটু সমস্যা আছে। তবে দল এখন তৈরি। মিয়ানমারের বিপক্ষে যদি আমরা ভালো কিছু করি, তাহলে পুরো গ্রুপটাই উন্মুক্ত হয়ে যাবে। আমরা যদি চমক দেখাতে পারি, একটা সুযোগ তৈরি হবে। কোচ (কাবরেরা) বোধ হয় সেটাই বোঝাতে চেয়েছেন যে যদি ভালো শুরু করি, তাহলে আমাদের অভিযানটা ভালো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত