Ajker Patrika

ফিফার বিরুদ্ধে এবার আপিল করল কানাডা

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২: ১২
ফিফার বিরুদ্ধে এবার আপিল করল কানাডা

এক ড্রোন-কাণ্ডের কারণে প্যারিস অলিম্পিকে বেশ বিপাকে পড়েছে কানাডা নারী ফুটবল দল। কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ করার পাশাপাশি দলটির ৬ পয়েন্ট কেটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা।   

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে। সিএএসের বিবৃতিতে জানানো হয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা। কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। নিউজিল্যান্ড ম্যাচে স্বচ্ছতা ধরে রাখার যে প্রসঙ্গে বলা হয়েছে, তা থেকে অনেক দূরে। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’    

আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিএএস বুধবার ব্রিটিশ টাইম বেলা ১১টায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় তা বিকাল ৪টা। এদিন রাতেই ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। যদি শাস্তি মওকুফের সুসংবাদ ম্যাচের আগে কানাডা পেয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারণ দলটি দুই ম্যাচ জিতলেও বর্তমানে তারা শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে। কলম্বিয়া, ফ্রান্স দুটি দলই ৩ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। শূন্য থেকে শুরু করলে কানাডাকে জিততেই হবে কলম্বিয়ার বিপক্ষে। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে কলম্বিয়াকে পেছনে ফেলবে কানাডা। পাশাপাশি কানাডার ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে, যাতে ফ্রান্স জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট জোগাড় করতে পারেনি নিউজিল্যান্ড। 

প্রিস্টম্যানকে নিষিদ্ধ ও ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি ফিফা শনিবার রাতে দিয়েছে কানাডা নারী ফুটবল দলকে। পাশাপাশি ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। তবে কোচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেনি কানাডা।  

কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরি চলে যায় প্রিস্টম্যানের। 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত