ঢাকা: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমনকি কাতালুনিয়ার স্বাধীনতা ও স্পেনের রাজনৈতিক মেরুকরণেও দুই ক্লাবের পাল্টাপাল্টি ভূমিকা রয়েছে। তবে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্কে দুই পক্ষই এক বিন্দুতে এসে মিলেছে।
রিয়ালের মতো বার্সা কর্তৃপক্ষও এই লিগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেখানে তারা বলেছে, এই প্রতিযোগিতায় যোগ না দেওয়া ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে বিবেচনা করেছিল তারা।
বার্সার বিবৃতিতে বলা হয়, যে দৃঢ় বিশ্বাস থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা হলো, প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সুযোগটি ফিরিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ভুল। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব হিসেবে আমাদের উদ্দেশ্য হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটা ক্লাবের আত্মপরিচয়ের অপরিহার্য অংশও বটে।
এই আয়োজনকে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অবকাঠামোগত পরিবর্তনের জন্য জরুরি বলে মনে করছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা বৈশ্বিকভাবে ফুটবলকে অর্থনৈতিক নিশ্চয়তা ও স্থায়িত্ব প্রদান করবে। পাশাপাশি এটা বিশ্বব্যাপী ফুটবলের ভক্ত–সমর্থক বাড়াতেও গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে, যা কিনা খেলাটির প্রধান চালিকাশক্তি।
ফলে বর্তমান প্রেক্ষাপটে বার্সেলোনার পরিচালকেরা সুপার লিগকে জরুরি বিষয় বলে মনে করেছে।
এ কারণে সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাবটিও তারা সাদরে গ্রহণ করেছে। নিজেদের সিদ্ধান্তের পক্ষে যৌক্তিকতা দিতে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাটি এমনভাবে সাজানো হয়েছে যেন এর মান ও আকর্ষণ বাড়ে। একইভাবে এটি বার্সেলোনার অপরিহার্য মূলনীতি যে ফুটবল পরিবারের সামগ্রিক সংহতির জন্য নতুন ফর্মুলা খুঁজে বের করা।
তবে ভক্ত–সমর্থকদের কাছ থেকে আসা প্রতিবাদকেও অগ্রাহ্য করছে না বলে জানিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছে তারা।
ঢাকা: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমনকি কাতালুনিয়ার স্বাধীনতা ও স্পেনের রাজনৈতিক মেরুকরণেও দুই ক্লাবের পাল্টাপাল্টি ভূমিকা রয়েছে। তবে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্কে দুই পক্ষই এক বিন্দুতে এসে মিলেছে।
রিয়ালের মতো বার্সা কর্তৃপক্ষও এই লিগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেখানে তারা বলেছে, এই প্রতিযোগিতায় যোগ না দেওয়া ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে বিবেচনা করেছিল তারা।
বার্সার বিবৃতিতে বলা হয়, যে দৃঢ় বিশ্বাস থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা হলো, প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সুযোগটি ফিরিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ভুল। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব হিসেবে আমাদের উদ্দেশ্য হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটা ক্লাবের আত্মপরিচয়ের অপরিহার্য অংশও বটে।
এই আয়োজনকে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অবকাঠামোগত পরিবর্তনের জন্য জরুরি বলে মনে করছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা বৈশ্বিকভাবে ফুটবলকে অর্থনৈতিক নিশ্চয়তা ও স্থায়িত্ব প্রদান করবে। পাশাপাশি এটা বিশ্বব্যাপী ফুটবলের ভক্ত–সমর্থক বাড়াতেও গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে, যা কিনা খেলাটির প্রধান চালিকাশক্তি।
ফলে বর্তমান প্রেক্ষাপটে বার্সেলোনার পরিচালকেরা সুপার লিগকে জরুরি বিষয় বলে মনে করেছে।
এ কারণে সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাবটিও তারা সাদরে গ্রহণ করেছে। নিজেদের সিদ্ধান্তের পক্ষে যৌক্তিকতা দিতে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাটি এমনভাবে সাজানো হয়েছে যেন এর মান ও আকর্ষণ বাড়ে। একইভাবে এটি বার্সেলোনার অপরিহার্য মূলনীতি যে ফুটবল পরিবারের সামগ্রিক সংহতির জন্য নতুন ফর্মুলা খুঁজে বের করা।
তবে ভক্ত–সমর্থকদের কাছ থেকে আসা প্রতিবাদকেও অগ্রাহ্য করছে না বলে জানিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছে তারা।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে