ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে ফেরাটা ব্যক্তিগতভাবে সুখকর হলো না লিওনেল মেসির। ইন্টার মায়ামি জয় পেলেও পায়ের পুরোনো চোট নিয়েই আবার মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এতে করে টরন্টোর বিপক্ষে ৪–০ গোলের জয়েও স্বস্তি পাচ্ছে না মায়ামি। মেসির আগে মাঠ ছাড়েন জর্দি আলবাও। স্পেনের সাবেক ডিফেন্ডারও এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন। কিন্তু তাঁকে চোট নিয়ে ফিরতে হয় ৩৩ মিনিটে।
একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে চিন্তা বেড়েছে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন,‘আগামী রোববার (বাংলাদেশ সময় সোমবার) তাদের খেলার সুযোগ নেই। জানি আমাদের একটি ফাইনাল (আগামী বুধবার) খেলতে হবে। তাই তারা যদি খেলার মতো অবস্থায় না থাকে পরের ম্যাচে মাঠের ধারেকাছেও থাকবে না।’
মেসি–আলবার চোটের দিন দলকে ৪–০ গোলের বড় জয় এনে দিয়েছেন জোড়া গোল করা রবার্তো টেইলর এবং একটি করে গোল করা ফাকুন্দো ফ্যারিয়াস ও বেঞ্জামিন ক্রামসি। শুরুতেই অবশ্য গোল হজম করতে পারত মায়ামি। ১৩ মিনিটের সময় টরন্টোর ডিনড্রে কারের শট গোলরক্ষক কিছুটা প্রতিহত করলেও পোস্টে লেগে বেঁচে যায় স্বাগতিকেরা।
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি মায়ামিকে। প্রতিপক্ষের উপর বলের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে এগিয়ে যায় তারাই। তবে প্রথম গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। যোগ করা সময়ের ৩মিনিটে আর্জেন্টাইন ফ্যারিয়াস দুর্দান্ত ভলিতে মায়ামিকে এগিয়ে দেন।
বিরতির পর জোড়া গোল করা টেইলর নিজের প্রথম গোল করেন ৫৪ মিনিটে। আর দলের ও নিজের শেষ গোল করেন ৮৭ মিনিটে। তাঁর আগে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ক্রামসি। মায়ামির পরের ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। আর ইউএস ওপেন কাপ ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ফাইনালে মেসি–আলবা খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
চোট কাটিয়ে ফেরাটা ব্যক্তিগতভাবে সুখকর হলো না লিওনেল মেসির। ইন্টার মায়ামি জয় পেলেও পায়ের পুরোনো চোট নিয়েই আবার মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এতে করে টরন্টোর বিপক্ষে ৪–০ গোলের জয়েও স্বস্তি পাচ্ছে না মায়ামি। মেসির আগে মাঠ ছাড়েন জর্দি আলবাও। স্পেনের সাবেক ডিফেন্ডারও এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন। কিন্তু তাঁকে চোট নিয়ে ফিরতে হয় ৩৩ মিনিটে।
একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে চিন্তা বেড়েছে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন,‘আগামী রোববার (বাংলাদেশ সময় সোমবার) তাদের খেলার সুযোগ নেই। জানি আমাদের একটি ফাইনাল (আগামী বুধবার) খেলতে হবে। তাই তারা যদি খেলার মতো অবস্থায় না থাকে পরের ম্যাচে মাঠের ধারেকাছেও থাকবে না।’
মেসি–আলবার চোটের দিন দলকে ৪–০ গোলের বড় জয় এনে দিয়েছেন জোড়া গোল করা রবার্তো টেইলর এবং একটি করে গোল করা ফাকুন্দো ফ্যারিয়াস ও বেঞ্জামিন ক্রামসি। শুরুতেই অবশ্য গোল হজম করতে পারত মায়ামি। ১৩ মিনিটের সময় টরন্টোর ডিনড্রে কারের শট গোলরক্ষক কিছুটা প্রতিহত করলেও পোস্টে লেগে বেঁচে যায় স্বাগতিকেরা।
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি মায়ামিকে। প্রতিপক্ষের উপর বলের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে এগিয়ে যায় তারাই। তবে প্রথম গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। যোগ করা সময়ের ৩মিনিটে আর্জেন্টাইন ফ্যারিয়াস দুর্দান্ত ভলিতে মায়ামিকে এগিয়ে দেন।
বিরতির পর জোড়া গোল করা টেইলর নিজের প্রথম গোল করেন ৫৪ মিনিটে। আর দলের ও নিজের শেষ গোল করেন ৮৭ মিনিটে। তাঁর আগে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ক্রামসি। মায়ামির পরের ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। আর ইউএস ওপেন কাপ ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ফাইনালে মেসি–আলবা খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে