Ajker Patrika

বাংলাদেশের সাবেক অধিনায়ককে প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকার সহায়তা

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২৩, ১৩: ২৬
বাংলাদেশের সাবেক অধিনায়ককে প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকার সহায়তা

মাত্র একবারই সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ-২০০৩ সালে। সাফের সেই আসরে জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, সেই রজনী কান্ত বর্মণের শারীরিক অবস্থা ভালো নয়। অসচ্ছলতাও ঘিরে ধরেছে তাঁর পরিবারকে। গাজীপুরের পৈতৃক ভিটায় ভাঙা এক বাড়িতে দিন কাটানো জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন করেছিলেন রজনী কান্ত বর্মণ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকার সহায়তা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রজনীর হাতে প্রধানমন্ত্রীর দেয়া ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। 

রজনী ছাড়াও আজ আর্থিক সহায়তা পেয়েছেন আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার। তিনি ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র পেয়েছেন। আবাহনী ক্লাবের দুই কর্মচারী তারেকুল ইসলাম লিটন ও আতাউল ইসলাম ২ লাখ টাকা করে পেয়েছেন। আর্থিক সাহায্য ছাড়াও রজনীকে গাজীপুরে বাড়ি এবং কাজী আনোয়ারকে ঢাকায় একটি ফ্ল্যাটও দেয়া হচ্ছে। 

গতকাল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত