Ajker Patrika

এবার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩৬
এবার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ

‘কাল (আজ) আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’ 

জন্ম কুয়েতে হলেও আফগানিস্তান ফুটবল দলের কোচ হয়ে ক্রিকেটের জ্ঞান ভালোই রপ্ত করে ফেলেছেন আবদুল্লাহ আল মুতায়িরি। ক্রিকেট নিয়ে রসিকতার ছলে বাংলাদেশ ফুটবল দলকে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন গতকাল। র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকার পরও বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে গোল পায়নি তাঁর দল। আজ শুধু গোল নয়, তাঁর দল যে জয়ের জন্যও বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় খেলতে নামবে, সেটাও বাংলাদেশকে জানিয়ে দিলেন মুতায়িরি। আফগান কোচের এই হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ দল? 

গত রোববার গোলের পরিষ্কার তিনটি সুযোগ পাওয়ার পরও আফগানদের জালে বল ঠেলতে পারেননি রাকিব হোসেন-শেখ মোরসালিনরা। তিনটি সুযোগের একটিও যদি সেদিন জালের দেখা পেত, তাহলে ৪৪ বছর আফগানদের বিপক্ষে জয়ের আক্ষেপটা মিটে যেত লাল-সবুজদের। প্রথম ম্যাচে সুযোগ নষ্টের আক্ষেপ গতকালও দেখা গেল জাতীয় দলের অনুশীলন শেষে। গত দুই দিনের অনুশীলনে বেশি জোর দেওয়া হয়েছে ফিনিশিং নিয়ে। 

প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় সেই ম্যাচের ফল নিয়ে খুব বেশি হা-হুতাশ করেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আফগানদের হারাতে না পারলেও নিজের দলের খেলায় খুশি বলেই দাবি তাঁর। আফগানদের দলে নতুন চার বিদেশি খেলোয়াড় যোগ দিয়েছেন, দলটা এখন তাই আরও বেশি শক্তিশালী। আফগানদের শক্তি বাড়ল কী কমল, তা নিয়ে পড়ে না থেকে নিজেদের স্কোরিং ক্ষমতা বাড়ানোর দিকে নজর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের। গতকাল সাংবাদিকদের বললেন সেটাই, ‘আমরা তিনটি সুযোগ নষ্ট করেছি। তিনটি সুযোগও কিন্তু তৈরি করেছি। আমরা ভালো খেলেছি। কোনো গোল খাইনি। ৯০ মিনিট ভালো খেলে আমাদের শুধু গোলটাই হয়নি। আগামীকাল (আজ) আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। এবার আশা করছি একটা সুযোগ অন্তত গোলে রূপান্তরিত হবে।’ 

কোচের কথাটাই পুনরাবৃত্তি করলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আফগানিস্তান ভেবেছিল ওরা প্রথম ম্যাচ জিতবে। ওরাও হতাশ, আমরাও হতাশ। আজকের ম্যাচটা ৫০-৫০ হবে। তবে আমরা যে সুযোগ পাব, সেটা কাজে লাগাতে হবে।’ 

আজকের ম্যাচে আফগানদের সম্ভাব্য একাদশে আসতে পারে বড় পরিবর্তন। আগের ম্যাচের ৪-১-৪-১ ফরমেশনটা পাল্টে হতে আজ পারে ৪-৪-২ কিংবা ৪-৩-৩। তবে বাংলাদেশের কৌশল পাল্টানোর কোনো দরকার দেখছেন না কাবরেরা, খুব বেশি পাল্টাতে চান না একাদশও। প্রথম ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী ও মিডফিল্ডার মো. হৃদয়। তাঁরা ঠিক আছেন বলে জানিয়েছেন কাবরেরা। বললেন, ‘হৃদয়-তারিক দুজনেই সুস্থ আছে। তবে আমরা একাদশ এখনো ঠিক করিনি। সকালে ঘুম থেকে ওঠার পর কে কতটা সুস্থ বোধ করে, সেটা বিবেচনা করেই আমরা একাদশ ঠিক করব। তবে আমার মতে, পরিবর্তনের খুব বেশি দরকার নেই। এরচেয়ে বরং আমরা যেভাবে খেলছি, সেটা ধরে রাখাই দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত