নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কাল (আজ) আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’
জন্ম কুয়েতে হলেও আফগানিস্তান ফুটবল দলের কোচ হয়ে ক্রিকেটের জ্ঞান ভালোই রপ্ত করে ফেলেছেন আবদুল্লাহ আল মুতায়িরি। ক্রিকেট নিয়ে রসিকতার ছলে বাংলাদেশ ফুটবল দলকে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন গতকাল। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকার পরও বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে গোল পায়নি তাঁর দল। আজ শুধু গোল নয়, তাঁর দল যে জয়ের জন্যও বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় খেলতে নামবে, সেটাও বাংলাদেশকে জানিয়ে দিলেন মুতায়িরি। আফগান কোচের এই হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ দল?
গত রোববার গোলের পরিষ্কার তিনটি সুযোগ পাওয়ার পরও আফগানদের জালে বল ঠেলতে পারেননি রাকিব হোসেন-শেখ মোরসালিনরা। তিনটি সুযোগের একটিও যদি সেদিন জালের দেখা পেত, তাহলে ৪৪ বছর আফগানদের বিপক্ষে জয়ের আক্ষেপটা মিটে যেত লাল-সবুজদের। প্রথম ম্যাচে সুযোগ নষ্টের আক্ষেপ গতকালও দেখা গেল জাতীয় দলের অনুশীলন শেষে। গত দুই দিনের অনুশীলনে বেশি জোর দেওয়া হয়েছে ফিনিশিং নিয়ে।
প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় সেই ম্যাচের ফল নিয়ে খুব বেশি হা-হুতাশ করেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আফগানদের হারাতে না পারলেও নিজের দলের খেলায় খুশি বলেই দাবি তাঁর। আফগানদের দলে নতুন চার বিদেশি খেলোয়াড় যোগ দিয়েছেন, দলটা এখন তাই আরও বেশি শক্তিশালী। আফগানদের শক্তি বাড়ল কী কমল, তা নিয়ে পড়ে না থেকে নিজেদের স্কোরিং ক্ষমতা বাড়ানোর দিকে নজর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের। গতকাল সাংবাদিকদের বললেন সেটাই, ‘আমরা তিনটি সুযোগ নষ্ট করেছি। তিনটি সুযোগও কিন্তু তৈরি করেছি। আমরা ভালো খেলেছি। কোনো গোল খাইনি। ৯০ মিনিট ভালো খেলে আমাদের শুধু গোলটাই হয়নি। আগামীকাল (আজ) আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। এবার আশা করছি একটা সুযোগ অন্তত গোলে রূপান্তরিত হবে।’
কোচের কথাটাই পুনরাবৃত্তি করলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আফগানিস্তান ভেবেছিল ওরা প্রথম ম্যাচ জিতবে। ওরাও হতাশ, আমরাও হতাশ। আজকের ম্যাচটা ৫০-৫০ হবে। তবে আমরা যে সুযোগ পাব, সেটা কাজে লাগাতে হবে।’
আজকের ম্যাচে আফগানদের সম্ভাব্য একাদশে আসতে পারে বড় পরিবর্তন। আগের ম্যাচের ৪-১-৪-১ ফরমেশনটা পাল্টে হতে আজ পারে ৪-৪-২ কিংবা ৪-৩-৩। তবে বাংলাদেশের কৌশল পাল্টানোর কোনো দরকার দেখছেন না কাবরেরা, খুব বেশি পাল্টাতে চান না একাদশও। প্রথম ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী ও মিডফিল্ডার মো. হৃদয়। তাঁরা ঠিক আছেন বলে জানিয়েছেন কাবরেরা। বললেন, ‘হৃদয়-তারিক দুজনেই সুস্থ আছে। তবে আমরা একাদশ এখনো ঠিক করিনি। সকালে ঘুম থেকে ওঠার পর কে কতটা সুস্থ বোধ করে, সেটা বিবেচনা করেই আমরা একাদশ ঠিক করব। তবে আমার মতে, পরিবর্তনের খুব বেশি দরকার নেই। এরচেয়ে বরং আমরা যেভাবে খেলছি, সেটা ধরে রাখাই দরকার।’
‘কাল (আজ) আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’
জন্ম কুয়েতে হলেও আফগানিস্তান ফুটবল দলের কোচ হয়ে ক্রিকেটের জ্ঞান ভালোই রপ্ত করে ফেলেছেন আবদুল্লাহ আল মুতায়িরি। ক্রিকেট নিয়ে রসিকতার ছলে বাংলাদেশ ফুটবল দলকে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন গতকাল। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকার পরও বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে গোল পায়নি তাঁর দল। আজ শুধু গোল নয়, তাঁর দল যে জয়ের জন্যও বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় খেলতে নামবে, সেটাও বাংলাদেশকে জানিয়ে দিলেন মুতায়িরি। আফগান কোচের এই হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ দল?
গত রোববার গোলের পরিষ্কার তিনটি সুযোগ পাওয়ার পরও আফগানদের জালে বল ঠেলতে পারেননি রাকিব হোসেন-শেখ মোরসালিনরা। তিনটি সুযোগের একটিও যদি সেদিন জালের দেখা পেত, তাহলে ৪৪ বছর আফগানদের বিপক্ষে জয়ের আক্ষেপটা মিটে যেত লাল-সবুজদের। প্রথম ম্যাচে সুযোগ নষ্টের আক্ষেপ গতকালও দেখা গেল জাতীয় দলের অনুশীলন শেষে। গত দুই দিনের অনুশীলনে বেশি জোর দেওয়া হয়েছে ফিনিশিং নিয়ে।
প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় সেই ম্যাচের ফল নিয়ে খুব বেশি হা-হুতাশ করেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। আফগানদের হারাতে না পারলেও নিজের দলের খেলায় খুশি বলেই দাবি তাঁর। আফগানদের দলে নতুন চার বিদেশি খেলোয়াড় যোগ দিয়েছেন, দলটা এখন তাই আরও বেশি শক্তিশালী। আফগানদের শক্তি বাড়ল কী কমল, তা নিয়ে পড়ে না থেকে নিজেদের স্কোরিং ক্ষমতা বাড়ানোর দিকে নজর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের। গতকাল সাংবাদিকদের বললেন সেটাই, ‘আমরা তিনটি সুযোগ নষ্ট করেছি। তিনটি সুযোগও কিন্তু তৈরি করেছি। আমরা ভালো খেলেছি। কোনো গোল খাইনি। ৯০ মিনিট ভালো খেলে আমাদের শুধু গোলটাই হয়নি। আগামীকাল (আজ) আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। এবার আশা করছি একটা সুযোগ অন্তত গোলে রূপান্তরিত হবে।’
কোচের কথাটাই পুনরাবৃত্তি করলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আফগানিস্তান ভেবেছিল ওরা প্রথম ম্যাচ জিতবে। ওরাও হতাশ, আমরাও হতাশ। আজকের ম্যাচটা ৫০-৫০ হবে। তবে আমরা যে সুযোগ পাব, সেটা কাজে লাগাতে হবে।’
আজকের ম্যাচে আফগানদের সম্ভাব্য একাদশে আসতে পারে বড় পরিবর্তন। আগের ম্যাচের ৪-১-৪-১ ফরমেশনটা পাল্টে হতে আজ পারে ৪-৪-২ কিংবা ৪-৩-৩। তবে বাংলাদেশের কৌশল পাল্টানোর কোনো দরকার দেখছেন না কাবরেরা, খুব বেশি পাল্টাতে চান না একাদশও। প্রথম ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী ও মিডফিল্ডার মো. হৃদয়। তাঁরা ঠিক আছেন বলে জানিয়েছেন কাবরেরা। বললেন, ‘হৃদয়-তারিক দুজনেই সুস্থ আছে। তবে আমরা একাদশ এখনো ঠিক করিনি। সকালে ঘুম থেকে ওঠার পর কে কতটা সুস্থ বোধ করে, সেটা বিবেচনা করেই আমরা একাদশ ঠিক করব। তবে আমার মতে, পরিবর্তনের খুব বেশি দরকার নেই। এরচেয়ে বরং আমরা যেভাবে খেলছি, সেটা ধরে রাখাই দরকার।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৫ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৫ ঘণ্টা আগে