Ajker Patrika

খুলে দেওয়া হয়েছে রোনালদোর বিলাসবহুল হোটেল, মেসির শোক প্রকাশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩২
খুলে দেওয়া হয়েছে রোনালদোর বিলাসবহুল হোটেল, মেসির শোক প্রকাশ

মাঠের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি তুমুল প্রতিদ্বন্দ্বী। আবার মানবতার ব্যাপারে দুজনেই মিলে যান একবিন্দুতে। মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে আবারও তা প্রমাণ হয়েছে। 

গত শুক্রবার মরক্কোতে আঘাত হেনেছে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হাই অ্যাটলাস পর্বতশৃঙ্গ। মারাক্কেশ শহর থেকে যা ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কো। এখন পর্যন্ত ২২০০ এরও বেশি মানুষ মারা গেছেন। শরণার্থীদের আশ্রয়ের জন্য রোনালদো তাঁর মারাক্কেশ শহরের বিলাসবহুল হোটেল খুলে দিয়েছেন। পেস্তানা সিআরসেভেন নামে হোটেল মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউতে বানিয়েছেন তিনি। ১৭৪ রুমের বিলাসবহুল এই হোটেলে এখন আশ্রয় নেবেন মরক্কোর ভূমিকম্পের শরণার্থীরা। 

সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন মেসি। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘মরক্কোতে দুর্ঘটনার শিকার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা যেন খুব দ্রুতই সেরে ওঠেন।’ দেশে এমন ভয়াবহ দুর্যোগে সবার সাহায্য চেয়েছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। হাকিমি টুইট করেছেন, ‘আপনাদের সাহায্য এই মুহূর্তে খুবই দরকার। এই কঠিন পরিস্থিতিতে রক্তদান গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রক্ত দিয়ে যত সম্ভব মানুষের প্রাণ বাঁচানোই এখন দায়িত্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পাবে কে, ভারত নাকি অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে গতকাল নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথমবারের মতো ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হচ্ছে এই ম্যাচ। সেমিতেই ভারতের সামনে লিগ পর্বের প্রতিশোধ নেওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

দ্বিতীয় সেমিফাইনাল

ভারত-অস্ট্রেলিয়া

বেলা ৩টা ৩০ মিনিট

সরাসরি

টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস খেলা সরাসরি

প্যারিস মাস্টার্স

বিকেল ৪টা ও রাত ৯টা

সরাসরি

সনি টেন ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২: ৩৮
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে বেশিক্ষণ সময় নষ্ট না হলেও ওভার কমানো হয়েছে। ছবি: ক্রিকইনফো
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে বেশিক্ষণ সময় নষ্ট না হলেও ওভার কমানো হয়েছে। ছবি: ক্রিকইনফো

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বৃষ্টির বাগড়া কোনো নতুন ঘটনা নয়। পার্থে ১৯ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে বারবার বৃষ্টি বাধা দিয়েছিল। ক্যানবেরার ম্যানুকা ওভালে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে নিয়ম করেই এসেছে বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়া ছাপিয়ে এমন এক ঘটনা ঘটল, সেটা অবাক করার মতোই।

বাংলাদেশের স্থানীয় সময় বেলা ২টা ৫৭ মিনিটে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ৫ ওভারে ১ উইকেটে করে ৪৩ রান। এরপর বৃষ্টির বাগড়ায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরুর পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৮ ওভার। তার মানে ৪০ ওভারের পরিবর্তে ৩৬ ওভার করা হয়েছে। ৪০ মিনিট বন্ধ থাকাটা অত বেশি দেরি আন্তর্জাতিক ক্রিকেটে মনে না করা হলেও ওভার কমানোর কারণ কী? এর ব্যাখ্যায় অ্যারন ফিঞ্চ বলেন,

‘বৃষ্টিতে অল্প সময় খেলা বন্ধ থাকার পরও ওভার কমানোর কারণ হচ্ছে ফ্লাডলাইট কারফিউ। আবাসিক এলাকার মানুষের কথা বিবেচনা করে স্টেডিয়ামের আলো স্থানীয় সময় রাত ১১টার মধ্যে বন্ধ করতে হয়। এ কারণেই ম্যাচের দৈর্ঘ্য কমে গেছে।’

প্রথম দফায় বৃষ্টি বাগড়া দেওয়ার পর যখন পুনরায় খেলা শুরু হলো, তখন ক্যানবেরার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট। পুরো ৪০ ওভার খেলা হলে ১১টা পেরিয়ে যেত। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই চলে গেছে। ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান করার পর ফের বাগড়া দেয় বৃষ্টি। পরে আর খেলা চালানো সম্ভব হয়নি।

বৃষ্টির পেটে চলে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে ৫৮ বলের খেলায় সর্বোচ্চ ৩৭ রান এসেছে শুবমান গিলের ব্যাট থেকে। ২০ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মেরেছেন। তাঁর মতো অপরাজিত থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। সূর্যকুমার ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৯ রান করা ওপেনার অভিষেক শর্মার উইকেট নিয়েছেন নাথান এলিস। ১.৪ ওভার বোলিং করে এলিস খরচ করেন ২৫ রান।

ভারত প্রথম টি-টোয়েন্টি খেলতে নামে দুঃসংবাদ নিয়েই। বাংলাদেশের স্থানীয় সময় বেলা ১টা ৫৭ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছিল, তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি খেলতে পারবেন না। মেলবোর্নে আগামীকাল হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ২, ৬ ও ৮ নভেম্বর হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশকে এবার হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিতে চায় উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: বিসিবি

সিরিজে টিকে থাকতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু ধারাবাহিকভাবে যে ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী চলছে, তাতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের কাছে ১৫০ রানের লক্ষ্য হয়ে ওঠে পাহাড় সমান। সিরিজটাও বাংলাদেশ হাতছাড়া করল এক ম্যাচ হাতে রেখে।

চট্টগ্রামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৩ ওভারে হাতে ৭ উইকেট নিয়ে ৩৩ রান দরকার ছিল বাংলাদেশের। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হয়ে থাকে হরহামেশাই। এমনকি গতকাল ৪৮ বলে ৬১ রান করা তানজিদ হাসান তামিম যখন ১৮তম ওভারের প্রথম বলে আউট হলেন, তখনো ম্যাচ স্বাগতিকদের হাতেই ছিল। শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিকদের কাছে নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু ডেথ ওভারে উইন্ডিজের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে আটকে যায়।

১৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সামনে প্রতিশোধের হাতছানি। কারণ, গত বছর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছিল। চট্টগ্রামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের পর যেন সেটাই মনে করিয়ে দিতে চাইলেন আথানাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘অবশ্যই ধবলধোলাই করতে চাই। যদি ৩-০ করার সুযোগ পাই, সুযোগটা নিশ্চিতভাবেই সবাই কাজে লাগাতে চাইবেন।’

বাংলাদেশের বাজে ব্যাটিং নয়, বরং নিজেদের যোগ্যতায় ওয়েস্ট ইন্ডিজ গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে বলে মনে করেন আথানাজ। ১৪ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমাদের বোলিং বেশি ভালো হয়েছে মনে করি। পাওয়ার প্লের পর আসলে রান বের করা কঠিন। বোলারদের ভালোভাবে কাজে লাগাতে চেয়েছি। সেভাবে পরিকল্পনা করেছি। কাজে লাগানোর চেষ্টা করেছি।’

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১ রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে আথানাজ ও শাই হোপ ৫৯ বলে ১০৫ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা উইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ব্যাটিং বান্ধব উইকেটে ক্যারিবীয়দের রান অনেক কম হয়েছিল বলে মনে করেন আথানাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। দারুণ একটা জুটি পেয়েছিলাম।২০-৫০ রান কম হয়েছিল বলে মনে হয়েছে। কারণ, এটা ২০০ রানের উইকেট মনে হয়েছিল। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে। উইন্ডিজও জয় পেয়েছে।’

শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান—টানা চার সিরিজজয়ী বাংলাদেশের কাছে সুযোগ ছিল সংখ্যাটাকে পাঁচে পরিণত করার। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেই সুযোগটা হারাল বাংলাদেশ। চট্টগ্রামে সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় লিটনের দল হেরেছিল ১৬ রানে। এবার তো লিটনরা সিরিজটাই খোয়ালেন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। লিটনরা নামবেন ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে।

বাংলাদেশ সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ দল যাবে নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। বাংলাদেশকে আগামীকাল ধবলধোলাই করে নিউজিল্যান্ডে খেলতে যেতে চান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘আমরা এই সফর থেকে কিছু একটা নিয়ে যেতে চাই। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিউজিল্যান্ডে যেতে চাই।’ টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কেনিয়ান অ্যাথলেটের ম্যারাথন রেকর্ড তাহলে অজেয়ই থেকে যাবে

ক্রীড়া ডেস্ক    
ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডের রেকর্ড গড়েছেন কেনিয়ান কিপতুম। ছবি: এএফপি
ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডের রেকর্ড গড়েছেন কেনিয়ান কিপতুম। ছবি: এএফপি

বিশ্বজুড়ে বাড়তে থাকা তাপমাত্রা দৌড়বিদদের ম্যারাথনে রেকর্ড গড়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে—নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ‘অনেক ম্যারাথনে রেকর্ড ভাঙা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

ম্যারাথনে দৌড়ানোর জন্য সাধারণত আদর্শ তাপমাত্রা ধরা হয়ে থাকে পুরুষদের জন্য ৪ ডিগ্রি ও নারীদের জন্য ১০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২০৪৫ সালের মধ্যে বিশ্বের ২২১টি বড় ম্যারাথনের ৮৬ শতাংশেই এমন আবহাওয়া বিরল হয়ে যাবে। এ বছর বার্লিন ম্যারাথন হয়েছে অস্বাভাবিক ২৪ ডিগ্রি তাপে, টোকিও ও লন্ডন ম্যারাথনের সময় মার্চ-এপ্রিলে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ওপরে। এই পরিস্থিতিতে ম্যারাথনের সময়সূচিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে বিশ্ব অ্যাথলেটিকস। মাসখানেক আগে সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো বলেছিলেন, অ্যাথলেটদের সুরক্ষায় ম্যারাথনের মতো সহনশীলতা-নির্ভর ইভেন্টগুলো আলাদা সময়সূচিতে আয়োজন করতে হতে পারে।

২০২৪ সালের লন্ডন ম্যারাথনে দ্রুততম ব্রিটিশ নারী দৌড়বিদ মাইরি ম্যাকলেনান বলেন, ‘আমরা বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ নিই, কিন্তু তাপমাত্রা বাড়তে থাকায় পারফরম্যান্সের আদর্শ পরিবেশ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে।’

গবেষণায় আরও দেখা গেছে, জাপানের টোকিও পুরুষ দৌড়বিদদের জন্য এখনো সবচেয়ে অনুকূল শহর, কিন্তু ২০৪৫ সালের মধ্যে এখানেও অনুকূল আবহাওয়ার হার দ্রুত কমবে।

গত সাত বছরে পুরুষ ম্যারাথনে ২ মিনিট ২২ সেকেন্ড সময় কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা সম্ভব হয়েছে নতুন জুতা প্রযুক্তির বড় অবদানের কারণেই। কিন্তু দিন দিন বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে কোনো প্রযুক্তিতেই হয়তো আর ম্যারাথনের টাইমিং কমিয়ে আনা সম্ভব হবে না। নিউইয়র্ক ও বোস্টন ম্যারাথনের সাবেক চ্যাম্পিয়ন ইব্রাহিম হোসেনের আশঙ্কা অন্তত তেমনই, ‘দৌড়ের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন আবহাওয়াও। প্রকৃতি বাঁচাতে না পারলে ভবিষ্যতের রেকর্ডও হারিয়ে যাবে।’

ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডের রেকর্ড টাইমিংয়ের মালিক কেনিয়ান অ্যাথলেট কেলভিন কিপতুম। ২০২৩ সালের ৮ অক্টোবর শিকাগো ম্যারাথনে গড়া তাঁর এই টাইমিং তাহলে কি অজেয়ই থেকে যাবে ?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত