ভারতীয় ফুটবলে গত ১৬ আগস্ট নেমে এসেছিল ঘোর অন্ধকার। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর প্রমাণ মেলায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সেদিন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা।
আঁধার কাটিয়ে ফুটবলকে আলোর মুখ দেখাতে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়। ফিফার শর্ত অনুযায়ী ফেডারেশনের আগের পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। এ ছাড়া ফেডারেশনের নির্বাচনও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিচালনা কমিটির বদলে ফিফার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে থাকে ক্রীড়া মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠিও দেয় তারা।
ভারতের নেওয়া তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট হওয়ায় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। আজ রাতে নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে, তৃতীয় পক্ষের অনুচিত প্রভাব থেকে মুক্ত হওয়ায় ফিফা ব্যুরো কাউন্সিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ফিফার নির্দেশনা অনুযায়ী, নির্বাহী কমিটিকে সরিয়ে দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের অধীনে আনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিফা ও এএফসি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যথাসময়ে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফুটবলে ফিরতে আর কোনো বাধা রইল না ভারতের। আগামী অক্টোবরে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের কাছেই থাকছে। সেই সঙ্গে শঙ্কা উড়িয়ে সাফ ফুটবলেও অংশ নিচ্ছে ভারতের জাতীয় ও বয়সভিত্তিক দল।
ভারতীয় ফুটবলে গত ১৬ আগস্ট নেমে এসেছিল ঘোর অন্ধকার। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর প্রমাণ মেলায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সেদিন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা।
আঁধার কাটিয়ে ফুটবলকে আলোর মুখ দেখাতে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়। ফিফার শর্ত অনুযায়ী ফেডারেশনের আগের পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। এ ছাড়া ফেডারেশনের নির্বাচনও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিচালনা কমিটির বদলে ফিফার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে থাকে ক্রীড়া মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠিও দেয় তারা।
ভারতের নেওয়া তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট হওয়ায় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। আজ রাতে নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে, তৃতীয় পক্ষের অনুচিত প্রভাব থেকে মুক্ত হওয়ায় ফিফা ব্যুরো কাউন্সিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ফিফার নির্দেশনা অনুযায়ী, নির্বাহী কমিটিকে সরিয়ে দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের অধীনে আনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিফা ও এএফসি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যথাসময়ে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফুটবলে ফিরতে আর কোনো বাধা রইল না ভারতের। আগামী অক্টোবরে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের কাছেই থাকছে। সেই সঙ্গে শঙ্কা উড়িয়ে সাফ ফুটবলেও অংশ নিচ্ছে ভারতের জাতীয় ও বয়সভিত্তিক দল।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৮ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১০ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৪ ঘণ্টা আগে