Ajker Patrika

ভারতকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ভারতকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ভারতীয় ফুটবলে গত ১৬ আগস্ট নেমে এসেছিল ঘোর অন্ধকার। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর প্রমাণ মেলায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সেদিন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। 

আঁধার কাটিয়ে ফুটবলকে আলোর মুখ দেখাতে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়। ফিফার শর্ত অনুযায়ী ফেডারেশনের আগের পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। এ ছাড়া ফেডারেশনের নির্বাচনও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিচালনা কমিটির বদলে ফিফার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে থাকে ক্রীড়া মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠিও দেয় তারা। 

ভারতের নেওয়া তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট হওয়ায় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। আজ রাতে নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে, তৃতীয় পক্ষের অনুচিত প্রভাব থেকে মুক্ত হওয়ায় ফিফা ব্যুরো কাউন্সিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ফিফার নির্দেশনা অনুযায়ী, নির্বাহী কমিটিকে সরিয়ে দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের অধীনে আনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিফা ও এএফসি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যথাসময়ে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে। 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফুটবলে ফিরতে আর কোনো বাধা রইল না ভারতের। আগামী অক্টোবরে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের কাছেই থাকছে। সেই সঙ্গে শঙ্কা উড়িয়ে সাফ ফুটবলেও অংশ নিচ্ছে ভারতের জাতীয় ও বয়সভিত্তিক দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত