ক্রীড়া ডেস্ক
বড় ভাইয়েরা মনে হয় সব সময় এমনই হন। কখনো শাসন করেন, আবার কখনো আদর-স্নেহে ভরিয়ে দেন। তবে শাসনের আড়ালে যে দুঃখ থাকে, সেটি বড় ভাই-ই সয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) গত রাতে এমন ঘটনার দেখা মিলেছে।
টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনটি শিরোপা জেতা পান্ডিয়া সহোদর এখন প্রতিপক্ষ। ক্রুনাল খেলছেন লক্ষ্ণৌর হয়ে, হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাটকে। দুই ভাইয়ের টক্করটা জমজমাট হবে এমন প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। হয়েছেও তাই।
লক্ষ্ণৌর দেওয়া ১৫৯ রানের লক্ষ্য গুজরাট ২ আর ৫ উইকেট বল বাকি রেখে টপকে গেছে। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় ক্রুনালের বলে হার্দিকের আউটের ঘটনাটি।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গুজরাট। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে পরিস্থিতি সামাল দেন হার্দিক। দলকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন, সেটিও বড় ভাই ক্রুনালের বলে।
ব্যাপারটি কিছুটা অবাক করার মতো হলেও ক্রুনাল রয়ে গেছেন নির্বাক। এমনিতেই উইকেট পেলে বুনো উদ্যাপন করেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার, কিন্তু এবারের উইকেটটা ছোট ভাইয়ের হওয়াতেই মুখে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
উচ্ছ্বাসের পরিবর্তে ক্রুনালের আফসোসের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।
ম্যাচ শেষে ভাইয়ের বলে আউট হওয়া নিয়ে ২৮ বছর বয়সী হার্দিক বেশ রসিকতা করেছেন, ‘ক্রুনালের বলে আউট হওয়া ম্যাচ হারের চেয়েও জোরে চিমটি কেটেছে। আমাদের পরিবার এখন নিরপেক্ষ, তবে খুব খুশি। সে আমাকে আউট করলেও ম্যাচটা কিন্তু আমরাই জিতেছি (হাসি…)।’
সে যাই হোক, হার্দিক ম্যাচ জিতলেও মন জিতেছেন ক্রুনালই। সত্যিই, বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয়!
বড় ভাইয়েরা মনে হয় সব সময় এমনই হন। কখনো শাসন করেন, আবার কখনো আদর-স্নেহে ভরিয়ে দেন। তবে শাসনের আড়ালে যে দুঃখ থাকে, সেটি বড় ভাই-ই সয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) গত রাতে এমন ঘটনার দেখা মিলেছে।
টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনটি শিরোপা জেতা পান্ডিয়া সহোদর এখন প্রতিপক্ষ। ক্রুনাল খেলছেন লক্ষ্ণৌর হয়ে, হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাটকে। দুই ভাইয়ের টক্করটা জমজমাট হবে এমন প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। হয়েছেও তাই।
লক্ষ্ণৌর দেওয়া ১৫৯ রানের লক্ষ্য গুজরাট ২ আর ৫ উইকেট বল বাকি রেখে টপকে গেছে। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় ক্রুনালের বলে হার্দিকের আউটের ঘটনাটি।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গুজরাট। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে পরিস্থিতি সামাল দেন হার্দিক। দলকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন, সেটিও বড় ভাই ক্রুনালের বলে।
ব্যাপারটি কিছুটা অবাক করার মতো হলেও ক্রুনাল রয়ে গেছেন নির্বাক। এমনিতেই উইকেট পেলে বুনো উদ্যাপন করেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার, কিন্তু এবারের উইকেটটা ছোট ভাইয়ের হওয়াতেই মুখে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
উচ্ছ্বাসের পরিবর্তে ক্রুনালের আফসোসের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।
ম্যাচ শেষে ভাইয়ের বলে আউট হওয়া নিয়ে ২৮ বছর বয়সী হার্দিক বেশ রসিকতা করেছেন, ‘ক্রুনালের বলে আউট হওয়া ম্যাচ হারের চেয়েও জোরে চিমটি কেটেছে। আমাদের পরিবার এখন নিরপেক্ষ, তবে খুব খুশি। সে আমাকে আউট করলেও ম্যাচটা কিন্তু আমরাই জিতেছি (হাসি…)।’
সে যাই হোক, হার্দিক ম্যাচ জিতলেও মন জিতেছেন ক্রুনালই। সত্যিই, বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয়!
সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে 'হত্যা' ও 'ধর্ষণে'র হুমকির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন।
৩ ঘণ্টা আগেনিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
৫ ঘণ্টা আগেসবকিছু চূড়ান্ত হয়েছে আগেই, এখন কেবল হামজা চৌধুরীর বাংলাদেশে পা রাখার অপেক্ষা। সেই দিনক্ষণও ঠিক হয়েছে। আগামী ১৯ মার্চ ঢাকায় আসতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির...
৫ ঘণ্টা আগেনারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন
৯ ঘণ্টা আগে