Ajker Patrika

ছোট ভাইকে আউট করে ‘নির্বাক’ বড় ভাই

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫: ৩৮
ছোট ভাইকে আউট করে ‘নির্বাক’ বড় ভাই

বড় ভাইয়েরা মনে হয় সব সময় এমনই হন। কখনো শাসন করেন, আবার কখনো আদর-স্নেহে ভরিয়ে দেন। তবে শাসনের আড়ালে যে দুঃখ থাকে, সেটি বড় ভাই-ই সয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) গত রাতে এমন ঘটনার দেখা মিলেছে। 

টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। নতুন দুই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া। 

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনটি শিরোপা জেতা পান্ডিয়া সহোদর এখন প্রতিপক্ষ। ক্রুনাল খেলছেন লক্ষ্ণৌর হয়ে, হার্দিক নেতৃত্ব দিচ্ছেন গুজরাটকে। দুই ভাইয়ের টক্করটা জমজমাট হবে এমন প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। হয়েছেও তাই। 

লক্ষ্ণৌর দেওয়া ১৫৯ রানের লক্ষ্য গুজরাট ২ আর ৫ উইকেট বল বাকি রেখে টপকে গেছে। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় ক্রুনালের বলে হার্দিকের আউটের ঘটনাটি। 

ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা পান্ডিয়া সহোদরপাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গুজরাট। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে পরিস্থিতি সামাল দেন হার্দিক। দলকে ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন, সেটিও বড় ভাই ক্রুনালের বলে। 

ব্যাপারটি কিছুটা অবাক করার মতো হলেও ক্রুনাল রয়ে গেছেন নির্বাক। এমনিতেই উইকেট পেলে বুনো উদ্‌যাপন করেন ৩১ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার, কিন্তু এবারের উইকেটটা ছোট ভাইয়ের হওয়াতেই মুখে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। 

উচ্ছ্বাসের পরিবর্তে ক্রুনালের আফসোসের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। 

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৩টি আইপিএল শিরোপা জেতা পান্ডিয়া ভাইয়েরা এবার প্রতিপক্ষম্যাচ শেষে ভাইয়ের বলে আউট হওয়া নিয়ে ২৮ বছর বয়সী হার্দিক বেশ রসিকতা করেছেন, ‘ক্রুনালের বলে আউট হওয়া ম্যাচ হারের চেয়েও জোরে চিমটি কেটেছে। আমাদের পরিবার এখন নিরপেক্ষ, তবে খুব খুশি। সে আমাকে আউট করলেও ম্যাচটা কিন্তু আমরাই জিতেছি (হাসি…)।’ 

সে যাই হোক, হার্দিক ম্যাচ জিতলেও মন জিতেছেন ক্রুনালই। সত্যিই, বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত