ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২২ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৩৮ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে