নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের সৌজন্যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ৩৬ রানেই গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে সফরকারীদের ওপর এই চাপ বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেননি স্বাগতিক বোলাররা।
হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল শুরুর সেই চাপ সামলে নিয়েছেন দারুণভাবে। শেষ পর্যন্ত মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯.২ ওভারে ২৫৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদের জন্য আজ দ্বিতীয় ওয়ানডেতে এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মোস্তাফিজুর রহমানের রুদ্ররূপ দেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। তবে সেদিন বৃষ্টির কারণে আরও কিছু যেন দেখানোর বাকি ছিল মোস্তাফিজের। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেটি পুষিয়ে নিয়েছেন শুরুতেই।
নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও ফিন অ্যালেন প্রথম ম্যাচে জুটি বড় করতে পারেননি। তবে আজ সাবধানী ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন জুটি বড় করতে। তবে সেই পথে আজও বাধা হলেন মোস্তাফিজ। ইনিংসের তৃতীয় ওভারেই ইয়ংকে ফেরালেন এই বাঁহাতি পেসার।
৮ বল খেলে রানের খাতাই খোলা হয়নি ইয়ংয়ের। একটু সাবলীল ব্যাটিং করছিলেন অ্যালেন। কিন্তু ৭ম ওভারে এই ওপেনারকে ফেরালেন মোস্তাফিজ। ১৫ বলে ১২ রান আসে তাঁর ব্যাট থেকে। ৯ম ওভারে বোলিং আক্রমণে এলেন খালেদ। অভিষেক ওয়ানডের পঞ্চম বলেই দেখা পেলেন উইকেটের। ১৯ বলে ১৪ রান করে চ্যাড বয়েস ক্যাচ দেন স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে।
দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে নিকোলস ও ব্লান্ডেল গড়েন দুর্দান্ত এক জুটি। ১১১ বলে দুজনে মিলে স্কোরে যোগ করেছেন ৯৫ রান। ইনিংসের ২৭ তম ওভারে নিকোলস–ব্লান্ডেলের প্রতিরোধ ভেঙে ব্রেক থ্রু দেন খালেদ আহমেদ। ৪৯ রানে আউট করে নিকোলসকে রীতিমতো আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য করলেন এই পেসার। এরপর ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদী হাসানের শিকার হয়ে ১০ রানে ফিরলেন রাচিন রবীন্দ্র।
৩৪তম ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে ব্লান্ডেলকে ফেরান হাসান মাহমুদ। এমন আউটই করলেন, বোবা উদ্যাপন করা এই পেসারও আজ মুষ্টিবদ্ধ হাতটা ঝাঁকিয়ে নিলেন। এরপর কোলে ক্যাককনচিকে ২০ রানে ফেরালেন নাসুম আহমেদ। কাইলি জেমিসনও ফিরলেন ২০ রানে।
এরপর তো মানকড় নাটকীয়তা। মানকাডিং করে কোনো ব্যাটারকে আউট করার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নেই বললেই চলে। তবে ম্যাচে মানকাডিং আউট করলেন হাসান।
হাসান ইনিংসের ৪৬তম ওভারে চতুর্থ বল করার জন্য রান-আপ নিয়ে পপিং ক্রিজে এলেন কেবল, বল রিলিজের আগেই নন-স্ট্রাইকের ব্যাটার ইশ সোধি উইকেট থেকে বেরিয়ে যান। বল রিলিজ না করে হাসান বল স্টাম্পে লাগিয়ে লালবাতি জ্বালিয়ে দেন। পরে রিভিউতেও দেখা যায় সোধি উইকেট থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। আইসিসির নিয়মে মানকাডিং এখন রানআউট।
তবে এখানেই ঘটনা শেষ নয়। আউট হয়ে সোধি ড্রেসিংরুমে যাচ্ছিলেন, কিন্তু বাউন্ডারি লাইনের কাছাকাছি যেতেই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন দাস ও হাসান আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সোধিকে তখনই উইকেটে ফেরান। দলের বিপর্যয়ে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন লোয়ার ব্যাটার সোধি। ইনিংসে ছিল ৩টি ছক্কা। ওয়ানডে সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। যার সৌজন্যে বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছেন তাঁরা।
মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের সৌজন্যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ৩৬ রানেই গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে সফরকারীদের ওপর এই চাপ বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেননি স্বাগতিক বোলাররা।
হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল শুরুর সেই চাপ সামলে নিয়েছেন দারুণভাবে। শেষ পর্যন্ত মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯.২ ওভারে ২৫৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদের জন্য আজ দ্বিতীয় ওয়ানডেতে এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মোস্তাফিজুর রহমানের রুদ্ররূপ দেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। তবে সেদিন বৃষ্টির কারণে আরও কিছু যেন দেখানোর বাকি ছিল মোস্তাফিজের। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেটি পুষিয়ে নিয়েছেন শুরুতেই।
নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও ফিন অ্যালেন প্রথম ম্যাচে জুটি বড় করতে পারেননি। তবে আজ সাবধানী ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন জুটি বড় করতে। তবে সেই পথে আজও বাধা হলেন মোস্তাফিজ। ইনিংসের তৃতীয় ওভারেই ইয়ংকে ফেরালেন এই বাঁহাতি পেসার।
৮ বল খেলে রানের খাতাই খোলা হয়নি ইয়ংয়ের। একটু সাবলীল ব্যাটিং করছিলেন অ্যালেন। কিন্তু ৭ম ওভারে এই ওপেনারকে ফেরালেন মোস্তাফিজ। ১৫ বলে ১২ রান আসে তাঁর ব্যাট থেকে। ৯ম ওভারে বোলিং আক্রমণে এলেন খালেদ। অভিষেক ওয়ানডের পঞ্চম বলেই দেখা পেলেন উইকেটের। ১৯ বলে ১৪ রান করে চ্যাড বয়েস ক্যাচ দেন স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে।
দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে নিকোলস ও ব্লান্ডেল গড়েন দুর্দান্ত এক জুটি। ১১১ বলে দুজনে মিলে স্কোরে যোগ করেছেন ৯৫ রান। ইনিংসের ২৭ তম ওভারে নিকোলস–ব্লান্ডেলের প্রতিরোধ ভেঙে ব্রেক থ্রু দেন খালেদ আহমেদ। ৪৯ রানে আউট করে নিকোলসকে রীতিমতো আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য করলেন এই পেসার। এরপর ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদী হাসানের শিকার হয়ে ১০ রানে ফিরলেন রাচিন রবীন্দ্র।
৩৪তম ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে ব্লান্ডেলকে ফেরান হাসান মাহমুদ। এমন আউটই করলেন, বোবা উদ্যাপন করা এই পেসারও আজ মুষ্টিবদ্ধ হাতটা ঝাঁকিয়ে নিলেন। এরপর কোলে ক্যাককনচিকে ২০ রানে ফেরালেন নাসুম আহমেদ। কাইলি জেমিসনও ফিরলেন ২০ রানে।
এরপর তো মানকড় নাটকীয়তা। মানকাডিং করে কোনো ব্যাটারকে আউট করার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নেই বললেই চলে। তবে ম্যাচে মানকাডিং আউট করলেন হাসান।
হাসান ইনিংসের ৪৬তম ওভারে চতুর্থ বল করার জন্য রান-আপ নিয়ে পপিং ক্রিজে এলেন কেবল, বল রিলিজের আগেই নন-স্ট্রাইকের ব্যাটার ইশ সোধি উইকেট থেকে বেরিয়ে যান। বল রিলিজ না করে হাসান বল স্টাম্পে লাগিয়ে লালবাতি জ্বালিয়ে দেন। পরে রিভিউতেও দেখা যায় সোধি উইকেট থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। আইসিসির নিয়মে মানকাডিং এখন রানআউট।
তবে এখানেই ঘটনা শেষ নয়। আউট হয়ে সোধি ড্রেসিংরুমে যাচ্ছিলেন, কিন্তু বাউন্ডারি লাইনের কাছাকাছি যেতেই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন দাস ও হাসান আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সোধিকে তখনই উইকেটে ফেরান। দলের বিপর্যয়ে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন লোয়ার ব্যাটার সোধি। ইনিংসে ছিল ৩টি ছক্কা। ওয়ানডে সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। যার সৌজন্যে বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছেন তাঁরা।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৬ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৮ ঘণ্টা আগে