Ajker Patrika

রোহিতকে বিশ্রামের পরামর্শ গাভাস্কারের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৩: ৪১
রোহিতকে বিশ্রামের পরামর্শ গাভাস্কারের

অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার। 

গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’ 

এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’ 

শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার। 

গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত