ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি। কোহলিকে দ্রুত আউট করার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন। স্টেইন জানিয়েছেন, ২২ গজে কোহলির সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে তাঁকে আউট করতে হবে।
২০১৯ সালে কোহলি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর বড় ইনিংসের দেখা মেলেনি কোহলির ব্যাটে। মাঝের এই সময়টায় তিনটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ভারতীয় অধিনায়ক তাই ফাইনালকে পাখির চোখ করতে পারেন! তবে তার আগেই যেন কিউই বোলাররা তাঁকে দ্রুত ফেরাতে পারেন সেই উপায় বলে দিয়েছেন স্টেইন। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘আমি অবশ্যই চাইব, তাঁর ব্যাটিংয়ের সময় শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাঁকে বোঝাতে চাইব আমি তাঁর শরীর তাক করে বল করব। সে যেন পুল শট খেলার চেষ্টা করে। আমি মনে করি তাঁর মূল পরিকল্পনায় এটি থাকে না।’
শর্ট বলে কোহলি ভালো পুল শট খেলেন এটা অবশ্য কারও অজানা নয়। স্টেইন মনে করেন সেই ফাঁদে ফেলেই তাঁকে দ্রুত ফেরানো যেতে পারে। স্টেইন বলেছেন, ‘আমি জানি সে ভালো পুল শট খেলে। এরপরও আমি তাঁকে অনবরত শর্ট বল করে যাব। শর্ট বলে অভ্যস্ত করে হঠাৎ একটা ফুল লেংথ বল করব। বল সুইং করানো আর দুই দিকে মুভ করানো আমার পছন্দ। এ রকম কোনো বলে তাঁকে বোল্ড, এলবিডব্লিউ অথবা উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার চেষ্টা করতাম।’
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি। কোহলিকে দ্রুত আউট করার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন। স্টেইন জানিয়েছেন, ২২ গজে কোহলির সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে তাঁকে আউট করতে হবে।
২০১৯ সালে কোহলি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর বড় ইনিংসের দেখা মেলেনি কোহলির ব্যাটে। মাঝের এই সময়টায় তিনটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ভারতীয় অধিনায়ক তাই ফাইনালকে পাখির চোখ করতে পারেন! তবে তার আগেই যেন কিউই বোলাররা তাঁকে দ্রুত ফেরাতে পারেন সেই উপায় বলে দিয়েছেন স্টেইন। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘আমি অবশ্যই চাইব, তাঁর ব্যাটিংয়ের সময় শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাঁকে বোঝাতে চাইব আমি তাঁর শরীর তাক করে বল করব। সে যেন পুল শট খেলার চেষ্টা করে। আমি মনে করি তাঁর মূল পরিকল্পনায় এটি থাকে না।’
শর্ট বলে কোহলি ভালো পুল শট খেলেন এটা অবশ্য কারও অজানা নয়। স্টেইন মনে করেন সেই ফাঁদে ফেলেই তাঁকে দ্রুত ফেরানো যেতে পারে। স্টেইন বলেছেন, ‘আমি জানি সে ভালো পুল শট খেলে। এরপরও আমি তাঁকে অনবরত শর্ট বল করে যাব। শর্ট বলে অভ্যস্ত করে হঠাৎ একটা ফুল লেংথ বল করব। বল সুইং করানো আর দুই দিকে মুভ করানো আমার পছন্দ। এ রকম কোনো বলে তাঁকে বোল্ড, এলবিডব্লিউ অথবা উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার চেষ্টা করতাম।’
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৩ ঘণ্টা আগে