সেরা চারের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রাখতে হলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতেতই হতো মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসকে। এমন সমীকরণে খেলতে নেমে মুম্বাইয়ের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি রাজস্থান। ৮ উইকেটের বড় হারে প্রায় শেষ হয়ে গেছে দলটির সেরা চারে খেলার স্বপ্ন। সেরা চারে যেতে হলে আগামীকালের ম্যাচে কলকাতাকে ১২০ রানে হারাতে হবে রাজস্থানকে। বিপরীতে এ জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই।
এদিন আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রানে থেমে যায় রাজস্থান। জবাবে ৮ উইকেট ও ৭০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
অল্প পুঁজি বাঁচাতে শুরুতেই মোস্তাফিজের হাতে বল তুলে দেয় রাজস্থান। তবে প্রথম ওভারটি ভালো যায়নি মোস্তাফিজের। ১ ছয় ও ১ চারে দেন ১৪ রান। ৬ষ্ঠ ওভারে আবারও ফিরিয়ে আনা হয় মোস্তাফিজকে। এই ওভারে ৮ রান দিয়ে সূর্যকুমার যাদবের উইকেট নেন ফিজ। এরপর ৯ম ওভারে মোস্তাফিজের প্রথম দুই বলে চার ও ছয় মেরে ম্যাচই শেষ করে দেন ঈশান কিষান। ২৫ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন ঈশান কিষান।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি রাজস্থানের। তবে দলীয় ২৭ রানে যশ্বসী জেইসওয়ালের (১২) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন। দলীয় ৪১ রানে ফিরে যান আরেক ওপেনার এভিন লুইসও, তাঁর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। দলের স্কোর বোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগে সাজঘরের পথ ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও (৩)। জিমি নিশামের বলে বোল্ড হয়ে ফিরে যান ৩ রান করা শিভাব দুবেও। গ্লেন ফিলিপসও দ্রুত ফিরলে ৫০ রানেই ৫ উইকেট হারায় রাজস্থান। ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া কিছুটা লড়াইয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯০ রানের বেশি করতে পারেনি রাজস্থান।
সেরা চারের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রাখতে হলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতেতই হতো মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসকে। এমন সমীকরণে খেলতে নেমে মুম্বাইয়ের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি রাজস্থান। ৮ উইকেটের বড় হারে প্রায় শেষ হয়ে গেছে দলটির সেরা চারে খেলার স্বপ্ন। সেরা চারে যেতে হলে আগামীকালের ম্যাচে কলকাতাকে ১২০ রানে হারাতে হবে রাজস্থানকে। বিপরীতে এ জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই।
এদিন আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রানে থেমে যায় রাজস্থান। জবাবে ৮ উইকেট ও ৭০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
অল্প পুঁজি বাঁচাতে শুরুতেই মোস্তাফিজের হাতে বল তুলে দেয় রাজস্থান। তবে প্রথম ওভারটি ভালো যায়নি মোস্তাফিজের। ১ ছয় ও ১ চারে দেন ১৪ রান। ৬ষ্ঠ ওভারে আবারও ফিরিয়ে আনা হয় মোস্তাফিজকে। এই ওভারে ৮ রান দিয়ে সূর্যকুমার যাদবের উইকেট নেন ফিজ। এরপর ৯ম ওভারে মোস্তাফিজের প্রথম দুই বলে চার ও ছয় মেরে ম্যাচই শেষ করে দেন ঈশান কিষান। ২৫ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন ঈশান কিষান।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি রাজস্থানের। তবে দলীয় ২৭ রানে যশ্বসী জেইসওয়ালের (১২) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন। দলীয় ৪১ রানে ফিরে যান আরেক ওপেনার এভিন লুইসও, তাঁর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। দলের স্কোর বোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগে সাজঘরের পথ ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও (৩)। জিমি নিশামের বলে বোল্ড হয়ে ফিরে যান ৩ রান করা শিভাব দুবেও। গ্লেন ফিলিপসও দ্রুত ফিরলে ৫০ রানেই ৫ উইকেট হারায় রাজস্থান। ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া কিছুটা লড়াইয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯০ রানের বেশি করতে পারেনি রাজস্থান।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৯ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১১ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৫ ঘণ্টা আগে