Ajker Patrika

নাসিরের সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারকে সাড়ে ১৭ বছর নিষিদ্ধ করল আইসিসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৪
Thumbnail image

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।

নাসির হোসেনকে ২ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। ছবি: ফাইল ছবি ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’

যেসব ধারা ভাঙার অপরাধে জাভেদকে অভিযুক্ত করা হয়েছে—
২.১.১
২০২১ আবুধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা (তিনটি আলাদা ঘটনা)।

২.১.৩
দুর্নীতিতে জড়িত হতে অন্য খেলোয়াড়কে উপহারের প্রস্তাব দেওয়া

২.১.৪
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২.১ নম্বর ধারা ভাঙতে কাউকে উৎসাহিত করা, প্ররোচনা দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজে লাগানো

২.৪.৪
দুর্নীতির সঙ্গে জড়িত কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার কথা ডিএসিওকে বিস্তারিত জানাতে না পারার ব্যর্থতা

২.৪.৬
ডিএসিওর তদন্ত কাজে যথাযথভাবে সহযোগিতা করতে না পারার ব্যর্থতা বা অস্বীকার করা

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত