ক্রীড়া ডেস্ক
সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে খাদ্যসংকটের পাশাপাশি ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এর প্রতিবাদে দেশজুড়ে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
সবমিলিয়ে গোটা দেশটা প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা। দেশের এই সংকটাবস্থায় ক্রিকেটাররা কীভাবে আইপিএলে অংশ নিচ্ছেন, তা বুঝে উঠতে পারছেন না অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপজয়ী অধিনায়ক রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু ক্রিকেটার কেন, আইপিএলের দলগুলোর কোচিং স্টাফ হিসেবেও যুক্ত আছেন সাবেক লঙ্কান ক্রিকেটাররা। রানাতুঙ্গা এসব নিয়ে বললেন, ‘সত্যিই বুঝতে পারছি না দেশের যখন এমন খারাপ অবস্থা, আমাদের কিছু ছেলে কীভাবে উচ্ছ্বসিত হয়ে আইপিএল খেলছেন। তাদের মুখে একবারও দেশের কথা শুনতে পাই না। ভীষণ দুর্ভাগ্যজনক।’
ক্রিকেটাররা বোর্ডের অধীনে, তাই সরকারের বিরুদ্ধে কিছু বলছে না। এটি মানতে পারছেন না রানাতুঙ্গা। তিনি মনে করেন, কিছু অন্য ভাবনা না ভেবেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত,‘ওরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। ওরা তো দেশের ক্রিকেট বোর্ডের আওতাধীন। সেই বোর্ড চালায় আবার সরকার। ওরা নিজেদের চাকরি বাঁচাতে নিজেদের দিকটাই দেখছে। কিছু তরুণ ক্রিকেটার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ রকম সময়ে কোনো কিছু ভাবনাচিন্তা না করেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হয়।’
সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিয়ে এমন কথা বলা রানাতুঙ্গা নিজে কিন্তু সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেননি। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছে কেন আমি বিক্ষোভে শামিল হইনি। এটা রাজনৈতিক ইস্যু নয়। তাই আমি নিজেকে জড়াইনি। দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি। তারা যখন আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আলাদা করে আর কারোর প্রয়োজন নেই।’
সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে খাদ্যসংকটের পাশাপাশি ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এর প্রতিবাদে দেশজুড়ে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
সবমিলিয়ে গোটা দেশটা প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা। দেশের এই সংকটাবস্থায় ক্রিকেটাররা কীভাবে আইপিএলে অংশ নিচ্ছেন, তা বুঝে উঠতে পারছেন না অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপজয়ী অধিনায়ক রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু ক্রিকেটার কেন, আইপিএলের দলগুলোর কোচিং স্টাফ হিসেবেও যুক্ত আছেন সাবেক লঙ্কান ক্রিকেটাররা। রানাতুঙ্গা এসব নিয়ে বললেন, ‘সত্যিই বুঝতে পারছি না দেশের যখন এমন খারাপ অবস্থা, আমাদের কিছু ছেলে কীভাবে উচ্ছ্বসিত হয়ে আইপিএল খেলছেন। তাদের মুখে একবারও দেশের কথা শুনতে পাই না। ভীষণ দুর্ভাগ্যজনক।’
ক্রিকেটাররা বোর্ডের অধীনে, তাই সরকারের বিরুদ্ধে কিছু বলছে না। এটি মানতে পারছেন না রানাতুঙ্গা। তিনি মনে করেন, কিছু অন্য ভাবনা না ভেবেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত,‘ওরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। ওরা তো দেশের ক্রিকেট বোর্ডের আওতাধীন। সেই বোর্ড চালায় আবার সরকার। ওরা নিজেদের চাকরি বাঁচাতে নিজেদের দিকটাই দেখছে। কিছু তরুণ ক্রিকেটার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ রকম সময়ে কোনো কিছু ভাবনাচিন্তা না করেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হয়।’
সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিয়ে এমন কথা বলা রানাতুঙ্গা নিজে কিন্তু সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেননি। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছে কেন আমি বিক্ষোভে শামিল হইনি। এটা রাজনৈতিক ইস্যু নয়। তাই আমি নিজেকে জড়াইনি। দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি। তারা যখন আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আলাদা করে আর কারোর প্রয়োজন নেই।’
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন
৩ ঘণ্টা আগেদুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
৫ ঘণ্টা আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে
৬ ঘণ্টা আগে