Ajker Patrika

বিসিবির বোর্ড সভায় পারিশ্রমিক ইস্যু

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।

বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।

সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত