অনলাইন ডেস্ক
বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।
বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে