Ajker Patrika

ক্রিকেট বদলে দেওয়ার প্রত্যয় ফারুকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০: ৪৩
Thumbnail image

ঘড়ির কাঁটায় বেলা ৩টা ছুঁই ছুঁই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটক পেরিয়ে ঢুকছে মার্সিডিজ বেঞ্জের সি-২০০ মডেলের কালো গাড়ি। বিসিবি কার্যালয়ের সামনে দুই সারিতে দাঁড়ানো অস্ত্রসজ্জিত সেনাসদস্যদের সতর্ক চোখ এই গাড়ির দিকে। গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়ে বিসিবিতে প্রবেশ করলেন ফারুক আহমেদ।

এই ফারুকই একসময় বিসিবি থেকে পদত্যাগ করেছেন নীতি আর দায়িত্ববোধের প্রশ্নে কোনো আপস না করে। ৮ বছর পর তিনি ফিরলেন দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বিসিবির ক্ষয়ে যাওয়া সিস্টেমের সংস্কারের দায়িত্ব নিয়ে। ফারুক বিসিবিতে এর আগে দুই দফায় কাজ করেছেন প্রধান নির্বাচক হিসেবে।

গতকাল সকালে সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিসিবি বোর্ড সভায় ১০ পরিচালকের উপস্থিতিতে বোর্ড সভার সভাপতিত্ব করেন অভিজ্ঞ পরিচালক মাহবুব উল আনাম। নাজমুল হাসান পাপন তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন ই-মেইলে। বোর্ড সভায় পদত্যাগপত্র গ্রহণ করে শুরু হয় নতুন সভাপতি নির্বাচন করার প্রক্রিয়া। ক্যাটাগরি-৩ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হয়ে সাবেক অধিনায়ক কোটা থেকে কাউন্সিলর ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয় সভায় কণ্ঠভোটে। তাতেই বিসিবির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক অধিনায়ক সভাপতি নির্বাচিত হলেন।

৫৮ বছর বয়সী ফারুক বিসিবির ১৫তম সভাপতি। আর ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেহীন ফাহিম হলেন এনএসএসি মনোনীত পরিচালক।

বেলা ৩টায় শেরেবাংলা স্টেডিয়ামে ফারুকের সংবাদ সম্মেলনে আক্ষরিক অর্থেই তিল ধারণের ঠাঁই ছিল না! সাংবাদিকদের ভিড়ে থাকল অনেক অসাংবাদিকও। ফারুকের প্রায় দেড় ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলনে হলো প্রিয়-অপ্রিয় অসংখ্য প্রশ্ন। ধৈর্য ধরে সব প্রশ্ন সামলাতে কখনো তিনি দৃষ্টিনন্দন ড্রাইভ, কখনো আবার কৌশলে ডাক করলেন। তাঁর পাশে থাকা পাপনের সময়ের কয়েকজন বোর্ড পরিচালকের নানা অনিয়মের প্রসঙ্গও এল ফারুকের সংবাদ সম্মেলনে।

ফারুকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—পাপনের মেয়াদে আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা দুর্নীতি-অনিয়ম দূর করে দেশের ক্রিকেটকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। ফারুকের প্রতিজ্ঞা, তিনি এই কলুষিত সিস্টেম সংস্কার করবেন, ‘আমাদের দায়িত্ব হবে সিস্টেমকে পুনর্গঠন করা। অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের বাইরের চাপ থাকে। এবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটা সম্ভব সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই।’ ফারুক আরও যোগ করেন, ‘আমি কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে পদত্যাগ করেছিলাম। সিস্টেম সংস্কারে আমার অগ্রাধিকার।’

সিস্টেম সংস্কার করতেই বিসিবির গঠনতন্ত্র সংশোধন করতে চান ফারুক, ‘আমরা যে গঠনতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হই এবং সভাপতি হই, এটার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, কী করলে ভালো হয়। সামনের বছর আরেকটা নির্বাচন আছে, সম্ভবত তার আগে গঠনতন্ত্রে একটু হাত দিতে হবে। সত্যি সত্যি যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের জন্য কিছু করতে চায়, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’

এত দিন বিসিবিতে যাঁরা আসতেন, তাঁরা ক্রিকেটকে বিক্রি করে নিজেদের উন্নয়ন ঘটালেও দেশের ক্রিকেট পড়ে থেকেছে তিমিরেই। এখানেই পরিবর্তন আনার ঘোষণা ফারুকের, ‘আমাদের দেশে আপনারা, আমরা, খেলোয়াড়েরা, আমাদের দর্শক যাঁরা আছেন, তাঁরা এতটা ক্রিকেটপাগল; এখানে অনেক কিছু ঢুকে যায়। আমাদের ক্রিকেট বোর্ড খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায়, যখন সবাই এটার অংশ হতে চায়! অবশ্যই যাদের প্রয়োজন হবে, সঙ্গে নেব। এটার প্রথম মানদণ্ড হবে ক্রিকেটের উন্নতি।’

আগের সভাপতির মতো কাজের চেয়ে বেশি কথা বলতে আগ্রহী নন ফারুক। বিসিবির কোনো বিভাগেই অযাচিত হস্তক্ষেপও তিনি করতে চান না। দল নির্বাচনে তো নয়ই। তবে সবার কাজে স্বচ্ছতা আর জবাবদিহি নিশ্চিত করতে চান তিনি। বিসিবির অনেক দুর্নীতিবাজ পরিচালক আত্মগোপনে, তাঁদের একপ্রকার বিদায় ঘটে গেছে। কিন্তু যাঁরা এখনো আছেন, তাঁদের বিরুদ্ধেও অনেক অভিযোগ। ফারুক এখনই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। তাহলে ‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হওয়ার আশঙ্কা! আপাতত কাজ চালিয়ে নিতে তাঁদেরও দরকার। তবে ফারুক মনে করেন, সিস্টেমের উন্নতি হলে আর কেউ অনিয়ম, দুর্নীতি কিংবা কাজে অবহেলা করে পার পাবে না।

এখনো নিজের মেয়াদ নিয়ে পরিষ্কার না হলেও ফারুক ঢেলে সাজাতে চান ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলের সংস্কৃতিতেও পরিবর্তন আনতে চান। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে তাঁর শক্ত অবস্থান আগের মতোই আছে। কিউরেটর গামিনি ডি সিলভা, সাকিব আল হাসানের ইচ্ছেমতো ক্রিকেট খেলা, তামিম ইকবালের ভবিষ্যৎসহ সব বিতর্কিত ঘটনার অবসান চান ফারুক। তবে সবার আগে যেটা করতে চান, খেলোয়াড়ি জীবনের মতোই কন্ডিশন-উইকেট বুঝে নিতে একটু সময় নেওয়া। এরপর শুরু হবে তাঁর আসল কাজ!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত