Ajker Patrika

ভারতীয় সেই চিকিৎসককে জার্সি উপহার দিয়েছেন রিজওয়ান

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৮
ভারতীয় সেই চিকিৎসককে জার্সি উপহার দিয়েছেন রিজওয়ান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে ৩৫ ঘণ্টা থাকতে হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)। কঠিন এই পরিস্থিতিতে তাঁকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছিলেন বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট সাইনালআবদিন। কৃতজ্ঞতা জানিয়ে এই ভারতীয় চিকিৎসককে নিজের অটোগ্রাফ-সংবলিত একটি বিশ্বকাপ জার্সি উপহার দিয়েছেন রিজওয়ান। 

শুরুতে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা চিন্তাই করেননি সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন রিজওয়ান। তবে সাইনালআবদিন জানান, পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার যেকোনো অবস্থাতেই মাঠে নামতে আগ্রহী ছিলেন। 

পরে দ্রুত সুস্থ হয়ে উঠলেও রিজওয়ানের মাঠে নামার ব্যাপারে আশাবাদী ছিলেন না সাইনালআবদিন। তিনি বলেন, ‘রিজওয়ান ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখেছিল। সে দৃঢ়, সাহসী ও আত্মবিশ্বাসী মানুষ। ক্রীড়াবিদ হিসেবে ওর ফিটনেস ও সহ্যশক্তি সুস্থ হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে।’ দ্রুত সারিয়ে তোলায় চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজওয়ান। 

শেষ পর্যন্ত রিজওয়ান অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিলেন। দুবাইয়ে বৃহস্পতিবার ৫২ বলে ৩ চার ও ৪ ছক্কায় খেলেন ৬৭ রানের দাপুটে এক ইনিংসও। তবে ম্যাথু ওয়েড ও মার্কস স্টয়নিসের ৪১ বলে ৮১ রানের ইনিংসের কাছে ফাইনালের স্বপ্ন ভাঙে পাকিস্তানের। দল হারলেও রিজওয়ানের এই নিবেদন ক্রিকেট বিশ্বে দারুণ প্রশংসিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত