Ajker Patrika

দুই দিনেই ইনিংস হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৭
দুই দিনেই ইনিংস হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে ধসিয়ে দিয়ে বোলিংয়ে নেন ৭ উইকেট। শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকলেন ৫৮ রানে। দুই দিন শেষ হতেই ক্রাইস্টচার্চ টেস্টটা নিজের ৫ আলোতে আলোকিত করে ফেলেছেন ম্যাট হেনরি। প্রথম দিনেই রানের পাহাড়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে সেটাকে বাস্তবতায় রূপ দিয়েছেন কিউই ব্যাটাররা।

আর তাতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ হতেই ইনিংস হারের শঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে এই রানের সঙ্গে আরও ৩৬৬ যোগ করেছে কিউইরা। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলাস টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৬৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চারে। 

অন্যদিকে ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন টম ব্লান্ডেল। মার্কো জেনসনের বলে আউট হওয়ার আগে তাঁর ইনিংসটা নিকোলাস থেকে কিছুটা আক্রমণাত্মক ছিল। ১৩৮ বলে ১২ চারে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ব্লান্ডেল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও প্রোটিয়াদের হতাশার কারণ হন হেনরি। আর তাতে প্রথম ইনিংসের লিড ধরাছোঁয়ার বাইরে চলে যায়। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা যখন শেষ হয়েছে, প্রোটিয়াদের স্কোর দেখাচ্ছে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৫৩ রানে পিছিয়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের উইকেট নিয়েছেন হেনরি। বাকি ২ উইকেট নিয়েছেন টিম সাউদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত