Ajker Patrika

শেন ওয়ার্নের জন্মদিনে সন্তানদের আবেগঘন পোস্ট 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৯
শেন ওয়ার্নের জন্মদিনে সন্তানদের আবেগঘন পোস্ট 

মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়—প্রয়াত কিংবদন্তিদের নিয়ে এমন কথা বলা হয় বারবার। শেন ওয়ার্নও কী করে বাদ যাবেন! আড়াই বছর আগে পাড়ি জমিয়েছেন পরপারে। তবে তাঁর জন্মদিনের কথা স্মরণ করে সন্তানেরা আবেগঘন পোস্ট দিয়েছেন। 

বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করতেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনারের জন্মদিনের কথা তাঁর পরিবার তো বটেই, বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন। ওপার থেকেও হয়তো অস্ট্রেলিয়ার কিংবদন্তি দেখছেন তাঁকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার ৫৫তম জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রুক গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘বাবা তোমাকে স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য  আজকের দিনটা সব সময়ই বিশেষ।’ ব্রুকের ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে আছেন তিনি (ব্রুক)। 

সামাজিক মাধ্যমে ওয়ার্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ্যাকসন বাবা ওয়ার্নের সঙ্গে সেলফি পোস্ট করেন। জ্যাকসন ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন বাবা শেন ওয়ার্ন।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে ৫৫ লিখেছেন। সন্তানদের পাশাপাশি ওয়ার্নকে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক ক্রিকেটপ্রেমী। ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই ওয়ার্নের টুপি খুলে স্যালুট করার আইকনিক ছবি পোস্ট করেছেন।

২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা ওয়ার্নের মৃত্যুতে শোকবার্তা লিখেছিলেন সামাজিক মাধ্যমে। ওয়ার্নের সঙ্গে পুরোনো ঘটনার স্মৃতিচারণও করেছিলেন তখন অনেকে।টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। ছবি: এএফপি

১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্ন খেলেছেন ৩৩৯ ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ১৪৫ ও ১৯৪ ম্যাচ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেট নিয়ে আছেন দুইয়ে। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। যেখানে টেস্টে ওয়ার্ন পেয়েছেন ৭০৮ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত