Ajker Patrika

গুনাতিলাকার নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭: ১১
গুনাতিলাকার নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

যৌন নির্যাতনের অভিযোগ থেকে গত মাসে মুক্তি পাওয়ার দিনই দানুস্কা গুনাতিলাকা জানিয়েছিলেন ক্রিকেটে ফিরতে তাঁর তর সইছে না। এবার শ্রীলঙ্কান ব্যাটারের ক্রিকেটে ফেরার পথটা আরও উজ্জ্বল হয়েছে। তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। এতে করে গুনাতিলাকার ক্রিকেটে ফিরতে আর বাধা থাকল না। বিবৃতিতে বলেছে, ‘তদন্তকারী কমিটি তার আচরণ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা তুলে নিতে সুপারিশ করেছে। তাকে নিয়মিত ক্রিকেট কার্যক্রম শুরু করতে এবং জাতীয় দলে ফেরার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে।’ গত বছরের নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে নিষিদ্ধ করেছিল এসএলসি।

গত বছর শ্রীলঙ্কার হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন গুনাতিলাকা। সেখানে ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে পরিচয় হয়েছিল গুনাতিলাকার। সেই নারীর সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সম্পর্কে জড়িয়েছিলেন লঙ্কান বাঁহাতি ব্যাটার এমন অভিযোগ উঠেছিল। সঙ্গে ৩২ বছর বয়সী ব্যাটারের বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ ছিল।

সেই নারীর অভিযোগেই গত বছরের ৬ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন গুনাতিলাকা। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা দল দেশে ফিরলেও বাঁহাতি ব্যাটারকে অস্ট্রেলিয়ায় থেকে যেতে হয়। গত সেপ্টেম্বর নির্দোষ প্রমাণিত হওয়ার পর দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পর এবার প্রিয় খেলায় ফেরার অনুমতিও পেলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত