আইসিসি র্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার।
উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি।
ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে।
উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে।
ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:
ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান।
আইসিসি র্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার।
বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার।
উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি।
ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে।
উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে।
ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান।
উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:
ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৯ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১১ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৫ ঘণ্টা আগে