নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
বিশেষ করে ঈদের পর থেকে শুরু হওয়া শেষ তিন রাউন্ডে কিছু ম্যাচে লিগ টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলোর বিরুদ্ধে নিচের দিকের দলগুলোর জয়ের ধরন নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে বলছেন, কিছু ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, নিচের দলগুলো যেন টিকে থাকতে প্রতিপক্ষের ‘সহযোগিতা’ পাচ্ছে।
৯ম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে এমন সন্দেহ দেখা দেয়। লো-স্কোরিং ওই ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং ও কৌশল নিয়ে প্রশ্ন ওঠে, যেহেতু তারা মালিকানা এক। অনেকে মনে করেন, অবনমন এড়াতে গাজীকে জেতাতেই হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ ছাড় দেওয়া হয়েছে।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচেও দেখা গেছে আরও কিছু ‘অস্বাভাবিক’ দৃশ্য। ম্যাচের ৩৬ তম ওভারে শাইনপুকুরের দরকার ছিল ৮৯ বলে ৩৬ রান। ব্যাটিং করছিলেন রহিম আহমেদ, যিনি তখন ১৮ বলে ১৯ রানে অপরাজিত। বোলার নিহাদুজ্জামানের একটি বল খেলার সময় রহিম যেভাবে উইকেট ছেড়ে এগিয়ে এসে স্টাম্পড হন, তা দেখে অবাক ধারাভাষ্যকারেরাও। বল ছাড়ার আগেই ডাউন দ্য উইকেটে এসে একটি অফ স্পিন ডেলিভারি সরাসরি ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে বল গেলে সহজেই স্ট্যাম্পড হয়ে যান তিনি। ব্যাটার একবারের জন্যও পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করেননি। সাদা চোখেই মনে হবে উইকেটটা স্রেফ বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।
এই উইকেটের পর ম্যাচ আরও গুলশানের পক্ষে ঝুঁকে পড়ে। ৪৪তম ওভারে যখন ম্যাচ জিততে মাত্র ৬ রান দরকার, তখন উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্ট্যাম্পড হয়েছেন, সেটাও কম বিস্ময়কর নয়। ম্যাচের এই দুটি আউটের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ক্রিকেটার, কোচ, সংগঠকসহ অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কোচ রাজিন সালেহ যেমন লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
বিশেষ করে ঈদের পর থেকে শুরু হওয়া শেষ তিন রাউন্ডে কিছু ম্যাচে লিগ টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলোর বিরুদ্ধে নিচের দিকের দলগুলোর জয়ের ধরন নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে বলছেন, কিছু ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, নিচের দলগুলো যেন টিকে থাকতে প্রতিপক্ষের ‘সহযোগিতা’ পাচ্ছে।
৯ম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে এমন সন্দেহ দেখা দেয়। লো-স্কোরিং ওই ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং ও কৌশল নিয়ে প্রশ্ন ওঠে, যেহেতু তারা মালিকানা এক। অনেকে মনে করেন, অবনমন এড়াতে গাজীকে জেতাতেই হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ ছাড় দেওয়া হয়েছে।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচেও দেখা গেছে আরও কিছু ‘অস্বাভাবিক’ দৃশ্য। ম্যাচের ৩৬ তম ওভারে শাইনপুকুরের দরকার ছিল ৮৯ বলে ৩৬ রান। ব্যাটিং করছিলেন রহিম আহমেদ, যিনি তখন ১৮ বলে ১৯ রানে অপরাজিত। বোলার নিহাদুজ্জামানের একটি বল খেলার সময় রহিম যেভাবে উইকেট ছেড়ে এগিয়ে এসে স্টাম্পড হন, তা দেখে অবাক ধারাভাষ্যকারেরাও। বল ছাড়ার আগেই ডাউন দ্য উইকেটে এসে একটি অফ স্পিন ডেলিভারি সরাসরি ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে বল গেলে সহজেই স্ট্যাম্পড হয়ে যান তিনি। ব্যাটার একবারের জন্যও পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করেননি। সাদা চোখেই মনে হবে উইকেটটা স্রেফ বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।
এই উইকেটের পর ম্যাচ আরও গুলশানের পক্ষে ঝুঁকে পড়ে। ৪৪তম ওভারে যখন ম্যাচ জিততে মাত্র ৬ রান দরকার, তখন উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্ট্যাম্পড হয়েছেন, সেটাও কম বিস্ময়কর নয়। ম্যাচের এই দুটি আউটের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ক্রিকেটার, কোচ, সংগঠকসহ অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কোচ রাজিন সালেহ যেমন লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে