বাংলাদেশ ও পাকিস্তান ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুটি দলই হার দিয়ে শুরু করেছিল প্রস্তুতি পর্ব। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে দল দুটি মুখোমুখি হয়েছে। ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে কাঁপিয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল।
এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান দল দুটির কাছে শেষ সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেই প্রস্তুতি পর্বের শেষটায় সফল হয়েছেন জ্যোতিরা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জ্যোতি গত রাতে প্রস্তুতি ম্যাচে খেললেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দিলারা আকতার। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৩.৩ ওভারে করে ১ উইকেটে ৩৩ রান। দিলারার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন সাথী রানি। চতুর্থ ওভারের তৃতীয় বলে দিলারাকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। ৮ বলে ২ চারে ১০ রান করেন দিলারা। পরের ওভারেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সাথী। পঞ্চম ওভারের শেষ বলে সাথীর উইকেট নিয়েছেন নিদা দার।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশ ওভারপ্রতি ৭ রান করেই নিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ, যেখানে ছয়ে নেমে ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার। তিনি মেরেছেন ৩টি চার। স্বর্ণাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার।
রান তাড়া করতে নেমে পাকিস্তানও সাবলীল শুরু করে। ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৭ রান তুলে ফেলে এশিয়ার দলটি। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে খাবি খায় পাকিস্তান। ৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের সেরা বোলার মারুফা আকতার ৩.৪ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন। ইকোনমি ৪.০৯, যা ম্যাচে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম ইকোনমি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা। নাহিদা আকতার নিয়েছেন ১ উইকেট। পাকিস্তানের বাকি উইকেটটি রানআউট।
বাংলাদেশ ম্যাচের আগে গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৫৮ রানে অলআউট হয়েছে স্কটিশরা। তারা অবশ্য খেলেছে ১৯ ওভার। ৫৯ রান তাড়া করতে শ্রীলঙ্কারও লেগেছে ১৫.৩ ওভার। ২৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে লঙ্কানরা হারিয়েছে অর্ধেক উইকেট।
এবারই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। দলটি মূল পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছে। শারজাহে পরশু বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ও পাকিস্তান ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুটি দলই হার দিয়ে শুরু করেছিল প্রস্তুতি পর্ব। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে দল দুটি মুখোমুখি হয়েছে। ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে কাঁপিয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল।
এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান দল দুটির কাছে শেষ সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেই প্রস্তুতি পর্বের শেষটায় সফল হয়েছেন জ্যোতিরা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জ্যোতি গত রাতে প্রস্তুতি ম্যাচে খেললেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দিলারা আকতার। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৩.৩ ওভারে করে ১ উইকেটে ৩৩ রান। দিলারার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন সাথী রানি। চতুর্থ ওভারের তৃতীয় বলে দিলারাকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। ৮ বলে ২ চারে ১০ রান করেন দিলারা। পরের ওভারেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সাথী। পঞ্চম ওভারের শেষ বলে সাথীর উইকেট নিয়েছেন নিদা দার।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশ ওভারপ্রতি ৭ রান করেই নিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ, যেখানে ছয়ে নেমে ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার। তিনি মেরেছেন ৩টি চার। স্বর্ণাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার।
রান তাড়া করতে নেমে পাকিস্তানও সাবলীল শুরু করে। ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৭ রান তুলে ফেলে এশিয়ার দলটি। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে খাবি খায় পাকিস্তান। ৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের সেরা বোলার মারুফা আকতার ৩.৪ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন। ইকোনমি ৪.০৯, যা ম্যাচে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম ইকোনমি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা। নাহিদা আকতার নিয়েছেন ১ উইকেট। পাকিস্তানের বাকি উইকেটটি রানআউট।
বাংলাদেশ ম্যাচের আগে গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৫৮ রানে অলআউট হয়েছে স্কটিশরা। তারা অবশ্য খেলেছে ১৯ ওভার। ৫৯ রান তাড়া করতে শ্রীলঙ্কারও লেগেছে ১৫.৩ ওভার। ২৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে লঙ্কানরা হারিয়েছে অর্ধেক উইকেট।
এবারই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। দলটি মূল পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছে। শারজাহে পরশু বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে