Ajker Patrika

চেন্নাইয়ে সাকিবদের শুভকামনায় রফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেন্নাইয়ে সাকিবদের শুভকামনায় রফিক

চেন্নাইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই কঠিন ম্যাচের আগে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে টেনে আনছেন কেউ কেউ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে যে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি স্পিনার।

চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছে একটি ওয়ানডে। ১৯৯৮ সালে কেনিয়ার কাছে হেরে যাওয়া সেই ম্যাচে রফিকের ৪৫ রানে নিয়েছিলেন ২ উইকেট। সেই মাঠে বাংলাদেশ এক ম্যাচ খেললেও রফিক খেলেছেন ৩ ম্যাচ। বাকি দুটি খেলেছেন এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে।

২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি রফিকের। দ্বিতীয় ম্যাচে ৬২ রানে ২ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৬৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সব মিলিয়ে সর্বোচ্চ ৮ উইকেট রফিকের।

গতকাল আজকের পত্রিকার সঙ্গে সেই স্মৃতিচারণ করতে গিয়ে রফিক বলেছেন, ‘ঠিক আছে (হাসি), এটা থাকবে (রেকর্ড ভাঙা-গড়া)। একটা সময় আমার নাম থাকবে না, একটার পর একটা ইতিহাস হবে। আমি কবে করেছি, সেটাও মনে নেই। আমি চাই নতুন করে তারা (সাকিবরা) করুক। দোয়া করব, তারা যেন এখান থেকেই নতুন করে শুরু করতে পারে। তারা যদি একটা ভালো ফল দিতে পারে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে।’

চেন্নাইয়ের উইকেট আগের মতো নেই বলেও বিশ্বাস সাবেক এই অলরাউন্ডারের, ‘ভারত বা এশিয়ার মাঠগুলো আর পাঁচ বছর আগের মতো নেই। পুরোপুরি ব্যাটিং-সহায়ক উইকেট হয়ে গেছে। আগে চেন্নাইয়ের ম্যাচে একেকটা দলে কয়েকজন স্পিনার থাকত। এখন কিন্তু সেটা হচ্ছে না। তবু চাইব তারা (বাংলাদেশ) ভালো করুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত