ক্রীড়া ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন সে তালিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। পারফরম্যান্স যেমনই হোক ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করেছেন তাঁরা।
বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’
খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি। বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে তারা। ফাহিম বললেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’
শুধু টেস্ট ক্রিকেটারদের কেন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও স্পষ্ট করলেন ফাহিম, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সে ক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজন আলাপ আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাব।’
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নেই নির্দিষ্ট। ফিল্ডিংয়ে আরও উন্নতির জন্য ভালো কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গেম ডেভেলপমেন্টেও ফিল্ডিং কোচ নিতে চায় ক্রিকেট বোর্ড। সে প্রসঙ্গে ফাহিম বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার। যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন সে তালিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। পারফরম্যান্স যেমনই হোক ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করেছেন তাঁরা।
বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’
খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি। বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে তারা। ফাহিম বললেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’
শুধু টেস্ট ক্রিকেটারদের কেন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও স্পষ্ট করলেন ফাহিম, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সে ক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজন আলাপ আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাব।’
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নেই নির্দিষ্ট। ফিল্ডিংয়ে আরও উন্নতির জন্য ভালো কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গেম ডেভেলপমেন্টেও ফিল্ডিং কোচ নিতে চায় ক্রিকেট বোর্ড। সে প্রসঙ্গে ফাহিম বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার। যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৬ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৮ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১২ ঘণ্টা আগে