ক্রীড়া ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন সে তালিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। পারফরম্যান্স যেমনই হোক ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করেছেন তাঁরা।
বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’
খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি। বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে তারা। ফাহিম বললেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’
শুধু টেস্ট ক্রিকেটারদের কেন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও স্পষ্ট করলেন ফাহিম, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সে ক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজন আলাপ আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাব।’
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নেই নির্দিষ্ট। ফিল্ডিংয়ে আরও উন্নতির জন্য ভালো কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গেম ডেভেলপমেন্টেও ফিল্ডিং কোচ নিতে চায় ক্রিকেট বোর্ড। সে প্রসঙ্গে ফাহিম বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার। যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন সে তালিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। পারফরম্যান্স যেমনই হোক ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করেছেন তাঁরা।
বোর্ড সভা শেষে কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’
খেলোয়াড়দের কিছুটা বেতন বাড়াতে চায় বিসিবি। বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু টেস্ট সংস্করণে খেলা ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে তারা। ফাহিম বললেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’
শুধু টেস্ট ক্রিকেটারদের কেন আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটিও স্পষ্ট করলেন ফাহিম, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সে ক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজন আলাপ আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাব।’
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নেই নির্দিষ্ট। ফিল্ডিংয়ে আরও উন্নতির জন্য ভালো কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গেম ডেভেলপমেন্টেও ফিল্ডিং কোচ নিতে চায় ক্রিকেট বোর্ড। সে প্রসঙ্গে ফাহিম বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার। যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে