Ajker Patrika

ওয়ার্নের মৃত্যু আচমকা হয়নি, দাবি অস্ট্রেলিয়ান চিকিৎসকের

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬: ০৯
ওয়ার্নের মৃত্যু আচমকা হয়নি, দাবি অস্ট্রেলিয়ান চিকিৎসকের

শেন ওয়ার্নের মৃত্যুর খবরটি ক্রীড়াপ্রেমীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কিন্তু ওয়ার্নের মৃত্যুকে আকস্মিক ঘটনা নয় বলে দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। একসময় ব্রাকনার দীর্ঘদিন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।

ওয়ার্নের মৃত্যুর পরপরই তাঁর পরিবার জানিয়েছিল, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা ও হাঁপানি ছিল। সেই সঙ্গে টানা ১৪ দিন ওয়ার্ন শুধু তরল খাবার গ্রহণ করেছিলেন ওজন কমাতে। ব্রাকনারও তাই মনে করেন, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়। 

ব্রাকনার বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি। গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভ্যাসেও সমস্যা ছিল। সঙ্গে আরও অনেক অনিয়ম করত। তাই আবারও বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’ 

ওয়ার্নের মৃত্যুর পর তাঁর একসময়ের সতীর্থ ইয়ান হিলিও জানিয়েছিলেন, ওয়ার্নকে নিয়ে তাঁর ভয় ছিল বেপরোয়া জীবনযাপনের জন্য। যে কারণে প্রথম দুঃসংবাদটা পেয়ে তিনিও তেমন অবাক হননি! দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলার সৌজন্যে হিলিও খুব কাছ থেকে দেখেছেন ওয়ার্নকে। 

হিলি বলেছেন, ‘ওর অসময়ে চলে যাওয়াটা আমাকে অন্তত বিস্মিত করেনি! ওয়ার্নি কখনোই নিজের শরীরের যত্ন নিত না। তাই ওর শারীরিক অবস্থার ভালো-খারাপ চলতেই থাকত। আমি জানি ত্বকে ঠিকঠাক ক্রিমও লাগাত না। ভেবেছিলাম, ত্বক নিয়ে না পরে বড় সমস্যায় পড়ে। তবে মাত্র ৫২ বছরেই বন্ধু চলে যাবে ভাবিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত