অনলাইন ডেস্ক
বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ২৯ জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন।
আজ বিকেলে সিসিডিএমের আওতাধীন ৭৬ ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সভায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে। তবে যেসব পরিস্থিতির কারণে লিগের খেলা পিছিয়ে গেছে, তা আমরা আলোচনা করে সমাধান করেছি। প্রথম বিভাগ লিগ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি দুটো লিগই সমান তালে চালাতে।’
সালাহউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তাঁরা। তিনি বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলেই আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। আমাদের পূর্বের পরিকল্পনা ছিল বিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ একসঙ্গে পরিচালনা করার, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত করতে চাই, আগামীতে যেন কোনো সমস্যা না হয় । ৮ ফেব্রুয়ারি আম্পায়ার্স সভা এবং ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে আমরা চেষ্টা করব যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়।’
বিসিবিতে ঢাকার ক্লাব ক্রিকেটের দাপট কমাতে গঠনতন্ত্র সংস্কার যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছিল নাজমুল আবেদীন ফাহিমদের সংস্কারপ্রক্রিয়া নিয়ে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তৈরি হচ্ছিল গঠনতন্ত্র সংশোধনের খসড়া। খসড়ায় বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি ব্যাপক হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। এখন ক্লাব প্রতিনিধিরা আবার ব্যাপক হারে পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করছেন, যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। রফিকুল ইসলাম বাবুর মতে ১২ পরিচালকের জায়গায় ১৬ পরিচালক করা উচিত।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ক্রিকেটের যাঁদের গভীর জ্ঞান আছে, তারা যেন দায়িত্বে আসেন। অনেক কাউন্সিলর ক্রিকেট বোর্ডে আছেন যাদের ক্রিকেট বিষয়ে কোনো বাস্তব ধারণা নেই। আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ুক। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং কাউন্সিলর বাড়ানোর পক্ষে। তবে যেখানে খেলা হবে না, সেখানে কাউন্সিলরশিপ স্থগিত রাখা উচিত। ঢাকার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং এটি শুধু ঢাকার নয়, সারা দেশের ক্রিকেটের প্রাণ।’
বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ২৯ জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন।
আজ বিকেলে সিসিডিএমের আওতাধীন ৭৬ ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সভায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে। তবে যেসব পরিস্থিতির কারণে লিগের খেলা পিছিয়ে গেছে, তা আমরা আলোচনা করে সমাধান করেছি। প্রথম বিভাগ লিগ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি দুটো লিগই সমান তালে চালাতে।’
সালাহউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তাঁরা। তিনি বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলেই আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। আমাদের পূর্বের পরিকল্পনা ছিল বিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ একসঙ্গে পরিচালনা করার, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত করতে চাই, আগামীতে যেন কোনো সমস্যা না হয় । ৮ ফেব্রুয়ারি আম্পায়ার্স সভা এবং ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে আমরা চেষ্টা করব যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়।’
বিসিবিতে ঢাকার ক্লাব ক্রিকেটের দাপট কমাতে গঠনতন্ত্র সংস্কার যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছিল নাজমুল আবেদীন ফাহিমদের সংস্কারপ্রক্রিয়া নিয়ে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তৈরি হচ্ছিল গঠনতন্ত্র সংশোধনের খসড়া। খসড়ায় বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি ব্যাপক হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। এখন ক্লাব প্রতিনিধিরা আবার ব্যাপক হারে পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করছেন, যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। রফিকুল ইসলাম বাবুর মতে ১২ পরিচালকের জায়গায় ১৬ পরিচালক করা উচিত।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ক্রিকেটের যাঁদের গভীর জ্ঞান আছে, তারা যেন দায়িত্বে আসেন। অনেক কাউন্সিলর ক্রিকেট বোর্ডে আছেন যাদের ক্রিকেট বিষয়ে কোনো বাস্তব ধারণা নেই। আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ুক। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং কাউন্সিলর বাড়ানোর পক্ষে। তবে যেখানে খেলা হবে না, সেখানে কাউন্সিলরশিপ স্থগিত রাখা উচিত। ঢাকার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং এটি শুধু ঢাকার নয়, সারা দেশের ক্রিকেটের প্রাণ।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে